একসময় স্টিমার, বড় পাল তোলা নৌকা, ইঞ্জিনচালিত ট্রলার চলাচল করত। সেই খরস্রোতা মগড়া নদী হারিয়েছে তার স্বকীয়তা। অব্যবস্থাপনা, দখল, দূষণ, অপরিকল্পিত বাঁধ ও সেতু নির্মাণের ফলে নদীটি এখন সরু খালে পরিণত হয়েছে। নেত্রকোনার এ নদীটির এখন নাম ছাড়া যেন কিছুই অবশিষ্ট নেই। ধীরে ধীরে নদীটি ময়লা-আবর্জনা ফেলার ভাগাড়ে পরিণত হচ্ছে।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঢাকুয়ার ভেতর দিয়ে পূর্বদিকে ধলাই নামে প্রবাহিত হয়েছে মগড়া নদী। নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা বাজারের পাশ দিয়ে পূর্বধলা সদরের ভেতর দিয়ে ত্রিমোহনীতে এসে দক্ষিণে প্রবাহিত হয়েছে। সেই স্থান থেকে মগড়া নদী নামে পরিচিত। ত্রিমোহনী থেকে আঁকাবাঁকা হয়ে মদন উপজেলার ধনু নদীতে গিয়ে মিশেছে। নদীটির দৈর্ঘ্য ১১২ কিলোমিটার।
নদীটির উৎপত্তিস্থল ত্রিমোহনীতে নদীমুখ বন্ধ করে অপরিকল্পিতভাবে পানি উন্নয়ন বোর্ড স্লুইসগেট এবং এলজিইডি পূর্বধলা-নেত্রকোনা সড়ক স্থাপন করে। এতে মগড়া নদীর পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। পাশাপাশি অপরিকল্পিতভাবে বেশ কিছু নিচু সেতু তৈরি করায় নদীটিতে এখন আর নৌকা চলে না। নৌ-চলাচল বন্ধ থাকায় মগড়া এখন মরা নদীতে রূপান্তর হয়েছে।
নেত্রকোনা পৌর শহরের প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে শহরের প্রাণকেন্দ্রে আঁকাবাঁকা হয়ে নদীটি প্রবাহিত হয়েছে। পৌর এলাকায় নদীর জায়গা ভরাট করে তৈরি করা হয়েছে বসতি। পয়ঃনিষ্কাশনে ব্যবহৃত ড্রেনের বেশির ভাগই মগড়া নদীতে গিয়ে পড়েছে। এতে দূষিত হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে পানি। হারিয়ে গেছে মাছও। নদীর তীর এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
পরিবেশবাদী সংগঠন বারসিক ও এআরএফবি নদীর নব্য ফিরিয়ে আনত এবং নদীতে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে দীর্ঘদিন ধরে কাজ করছে। সংগঠন দুটি আলোচনা সভা, মানুষের মাঝে সচেতনতা বাড়াতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। কিন্তু কোনো কিছুই কাজে আসছে না।
বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান বলেন, মগড়া নদীতে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে আমরা সাধারণ মানুষকে সচেতন করার জন্য কাজ করছি। সবুজ নেত্রকোনা গড়ার লক্ষ্যে সাধারণ মানুষকে নিয়ে সভা-সমাবেশ করছি।
এআরএফবির সাধারণ সম্পাদক চন্দন নাথ চৌধুরী বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে এ নদী দিয়ে বড় বড় নৌকা চলত। এখন মগড়া নদীটি খালে পরিণত হয়েছে। হেঁটে পার হলেও কোনো কোনো জায়গায় পা ভেজে না। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নদীটি পুনর্খনন ও তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জোর দাবি জানাচ্ছি।
মগড়া নদী সুরক্ষা কমিটির আহ্বায়ক ও বেলার নেটওয়ার্ক মেম্বার দিলওয়ার খান বলেন, আমরা মগড়া নদী দখলমুক্ত দেখতে চাই। স্থানীয় প্রশাসক এ ব্যাপারে কাজ করবে বলে আমারা আশাবাদী।
নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা.
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান জানান, মগড়া নদী সংস্কারে কাজ চলছে। পৌরসভাকে পয়ঃনিষ্কাশন ও ড্রেন অব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।
নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, নদীতে বর্জ্য ফেলা বন্ধের জন্য পৌরবাসীকে বহুবার বলা হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, মগড়া নদী দখলমুক্ত ও ময়লা-আবর্জনা ফেলা বন্ধের জন্য কাজ করা হচ্ছে। এ নিয়ে পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মগড়া দখলমুক্ত করতে কাজ শুরু হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ত হয় ছ র জন য ক জ কর প রসভ
এছাড়াও পড়ুন:
জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, পদ ৪৩০
বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪৩০ জনকে নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে। এর মধ্যে ৪০০ জন পুরুষ ও ৩০ জন নারী। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
১. ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
পদসংখ্যা: ২৮০ (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), জোকেশনালসহ], জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ সেন্টিমিটার।
২. রেগুলেটিং
পদসংখ্যা: ১২ (পুরুষ), ৮ (মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৭২.৫ (পুরুষ), ১৬০.০২ (মহিলা)।
৩. রাইটার
পদসংখ্যা: ১৮ (পুরুষ), ৪ (মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।
৪. স্টোর
পদসংখ্যা: ১৪ (পুরুষ), ৪ (মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।
৫. মিউজিশিয়ান
পদসংখ্যা: ৮ (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।
আরও পড়ুনবিমানবাহিনী নেবে অফিসার ক্যাডেট, দেখুন চাকরির বিস্তারিত১৬ সেপ্টেম্বর ২০২৫৬. মেডিকেল
পদসংখ্যা: ১০ (পুরুষ), ৬ (মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)
৭. কুক
পদসংখ্যা: ২৫ (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–২.৫০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)
৮. স্টুয়ার্ড
পদসংখ্যা: ১০ (পুরুষ), ৮ (মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–২.৫০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)
৯. টোপাস
পদসংখ্যা: ১৫ (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭০১৬ সেপ্টেম্বর ২০২৫১০. এমওডিসি (নৌ)
পদসংখ্যা: ৮ (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ (পুরুষ)
বেতন ও ভাতা
সশস্ত্র বাহিনীর বেতনকাঠামো অনুযায়ী।
বয়সসীমা১ জানুয়ারি ২০২৬ তারিখে—
১. নাবিক: ১৭ থেকে ২০ বছর।
২. এমওডিসি (নৌ): ১৭ থেকে ২২ বছর।
আরও পড়ুনটিআইবিতে চুক্তিভিত্তিক নিয়োগ, নেবে ১২৫ জন১৫ সেপ্টেম্বর ২০২৫অন্যান্য শর্ত (সব পদের জন্য)১. সাঁতার জানা অত্যাবশ্যক।
২. অবিবাহিত (বিপত্নীক/তালাকপ্রাপ্ত নয়)।
৩. চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে।
আবেদনের নিয়ম
www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি
৩০০ টাকা (বিকাশ/নগদ/রকেট/TAP/Ok Wallet)।
আবেদনের শেষ সময়
৫ অক্টোবর ২০২৫।
আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুনসিনিয়র অফিসার নেবে বেসরকারি ব্যাংক, বেতন ৪০০০০১৫ সেপ্টেম্বর ২০২৫