নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল মোটরসাইকেল
Published: 2nd, February 2025 GMT
যশোরের মনিরামপুরে সড়কের পাশের খাদের পানি থেকে এক ব্যক্তির মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজগঞ্জ-কেশবপুর আঞ্চলিক সড়কের হাকিমপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, বড় কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষে অথবা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুর রশিদ (৪৮)। তিনি কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের গোপসানা গ্রামের মোহর আলীর ছেলে। পেশায় একজন নৈশপ্রহরী ছিলেন।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘‘সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’
ঢাকা/প্রিয়ব্রত/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মিরপুর বিসিআইসি কলেজে এবি ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন
এবি ব্যাংক পিএলসি পূর্ণাঙ্গ আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে মিরপুর বিসিআইসি কলেজে একটি কালেকশন বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের মিরপুর শাখার অধীনে পরিচালিত এই বুথটি কলেজের জন্য সকল ফি জমা নেয়াসহ শিক্ষক ও কর্মীদের বেতন-ভাতা প্রদানের সুবিধা প্রদান করবে।
সোমবার (৩ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বুথটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান এবং মিরপুর বিসিআইসি কলেজের অধ্যক্ষ কর্নেল মো. তৌহিদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন মিরপুর বিসিআইসি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. জাকির হোসেন তালুকদার, এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন তৌফিক হাসান, এবি ব্যাংকের পে-রোল ও স্কুল ব্যাংকিং প্রধান ফিদা হাসান শাহেদ, এবং এবি ব্যাংকের মিরপুর শাখার ব্যবস্থাপক মো. আরিফুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
ঢাকা/এসবি