খুনি হাসিনার বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই : সজল
Published: 5th, February 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, ফ্যাসিবাদী দোসররা যারা বাংলাদেশে আছে আর তাদের নেত্রী পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকান্ড করা নির্দেশ দিচ্ছে। আমরা এই নির্দেশের তীব্র প্রতিবাদ জানাই।
এই ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনা বিগত সাড়ে ১৬টি বছরে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। গত আগস্টে মাসে বিএনপির ৪৮৩ জন নেতাকর্মীকে হত্যা করেছে। সেই খুনি হাসিনার বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই ।
দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শহরের ১১ নং ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের ১১নং ওয়ার্ডের এমন সার্কেসের এসিআই'র সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি এম সার্কেস থেকে শুরু করে হাজীগঞ্জ মোড় হয়ে সরদার পাড়া রোড় দিয়ে ১২নং ওয়ার্ডের খানপুর রেললাইন বৌবাজার হয়ে ডনচেম্বার দিয়ে মিশপাড়া এসে শেষ হয়।
তিনি আরও বলেন, খুনি শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত তাদের দোসর যারা নারায়ণগঞ্জের মাটিতে প্রকাশ্যে অস্ত্র দিয়ে মানুষকে গুলি করে হত্যা করেছে তাদেরকে রাজপথে কোন কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। এই হত্যার রক্ত কিন্তু বিধা যেতে পারে না।
আমার ভাই আমার বোনের রক্ত বিধা যেতে পারে না। কারণ তাদের হাতে রক্তের দাগ তারা নারায়ণগঞ্জের মানুষকে হত্যা করেছে। সেই খুনিদের কিন্তু আমরা ক্ষমা করতে পারি না। ফ্যাসিবাদী দোসরদেরকে আগামী দিনে আমরা যেকোনো মূল্যে তাদের সকল অপকর্মকে আমরা রাজপথে প্রতিহত করব।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র জন ত য বদল ব এনপ ন র য়ণগঞ জ আওয় ম ল গ নগর ব এনপ র ব এনপ র স ল ইসল ম সদস য
এছাড়াও পড়ুন:
সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪ -২০২৬ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ, বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করা হবে। সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং র্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘
আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।