গাছের ছায়ায় বসেছে কয়েকজন। কেউ বসেছে পুকুর পাড়ে, দোচালা ঘরের সামনে। বাদ যায়নি রাস্তার ধার কৃষিজমিও। আঁকাআঁকির রসদ নিয়ে চারদিকে সবুজে ঘেরা প্রকৃতি আর গ্রাম-বাংলার অপার সৌন্দর্যকে তুলির আঁচড়ে জীবন্ত করে তুলতে ব্যস্ত খুদে আঁকিয়েরা। এ চিত্র দেখা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের মালেকা ছাহেব আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিনশ খুদে চিত্রশিল্পীকে নিয়ে তিন দিনের এ আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ক্যাম্প উদ্বোধন করেন ইউনিসেফের সাবেক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আলমগীর ভূইয়া। আগামীকাল শনিবার পর্যন্ত এ ক্যাম্প চলবে।

শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মুহাম্মদ খান বিটু জানান, এখনকার শিশুরা চার দেয়ালের গণ্ডির মধ্যে থাকে। সেই শিশুরা প্রকৃতির কাছাকাছি থেকে ছবি আঁকছে। এ উদ্যোগ তাদের মানবিক করে তুলবে।

এদিকে শিশুরাও এ আয়োজনে অংশ নিতে পেরে খুব খুশি। তারা জানিয়েছে, ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে তারা। প্রতি বছর এ ধরনের আয়োজন চায় তারা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র হ মণব ড় য় আর ট

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ