গণ অধিকার পরিষদের নেতা নিখোঁজ, মোটরসাইকেল উদ্ধার
Published: 7th, February 2025 GMT
গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তর (৩০) নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে কলাপাড়া পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে বাড়িতে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন।
এদিকে, অন্তরের ব্যবহৃত মোটরসাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের পায়রা পোর্ট ফোরলেন ও সিক্সলেন সড়কের রজপাড়া মাদরাসা সংলগ্ন সড়ক থেকে পার্কিং অবস্থায় উদ্ধার করে পুলিশ। এর কিছুটা দূর থেকে অন্তরের ব্যবহৃত একটি হেলমেটও উদ্ধার করে তারা।
আরো পড়ুন:
চসিকের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
সুনামগঞ্জের এসপি আনোয়ার
আমি আজ চাকরি ছাড়লে কালই নির্বাচন করতে পারব
এ ঘটনায় অন্তরের বড় ভাই তুষার আল মামুন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় এখন একটি অভিযোগ দিয়েছেন। তিনি জানান, কলাপাড়া পৌর শহরের ডিজিটাল প্রিন্টিং প্রেস ‘গ্রাফিক্স ওয়াল’ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে ১১ টার দিকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন অন্তর। এরপর গভীর রাতে থানা থেকে তারা বিষয়টি ফোনের মাধ্যমে জানতে পারেন।
অন্তরের বাবা মো.
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, “মোটরসাইকেলটি পার্কিং করা দেখে পায়রা পোর্ট ফোরলেন সড়কের নিরাপত্তা কর্মীরা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে। সেটির সামনে রবিউল আউয়াল অন্তর লেখা রয়েছে।”
তিনি আরো বলেন, “পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার একাধিক ইউনিট রবিউল ইসলাম অন্তরের সন্ধানে মাঠে নেমেছে। আমরা এই মুহূর্তে মাঠ পর্যায়ে কাজে ব্যস্ত রয়েছি।”
ঢাকা/ইমরান/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান
ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে