ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে শর্টগানের ৬৭টি কার্তুজসহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের কাউতলী এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে তাদের আদালতের মাধ্যম জেলা কারাগার পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, শাখাওয়াত হোসেন (২৯) ও সোহরাব হাসান (৩০)। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিবি পুলিশে কর্মরত। এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল আহমদ বাদী হয় সদর মডেল থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে  মামলা করেছেন।

আরো পড়ুন:

সাবেক পৌর মেয়রের বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৮

পুলিশ জানায়, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের দল জেলাশহরের কাউতলী এলাকার কাজী মো.

তাহসিনের বাসভবনের চতুর্থ তলায় অভিযান চালায়। চতুর্থ তলায় ডিবি পুলিশের কনস্টেবল সাখাওয়াত হোসেন ও সোহরাব হাসান ভাড়া থাকেন। সেখানে তল্লাশি চালিয়ে শর্টগানের ৬৭টি কার্তুজ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জব্দকৃত মালামাল নিজেদের হেফাজতে রাখার বিষয় ব্যাখ্যা ও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা।

বুধবার বিকেলে তাদের আদালতে হাজির না করেই কারাগারে নিয়ে যায় পুলিশ। বিষয়টি নিয়ে পুলিশ বিস্তারিত তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছে। এ ব্যাপারে ডিবির ওসি শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। আপনারা পরে সব জানতে পারবেন।

কার্তুজ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন। তিনি জানান, নিয়ম অনুসারে দুই কনস্টেবল চাকরিচ্যুত হবেন এবং ঘটনার তদন্ত হবে। তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
 

ঢাকা/রুবেল/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ