‘ভ্যান ছিনতাইয়ের’ জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে চালককে হত্যা, লাশ পুকুরে
Published: 15th, February 2025 GMT
পাবনার সাঁথিয়ায় একটি পুকুর থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের পাশের একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর ভ্যান ও ব্যবহৃত মুঠোফোন পাওয়া যায়নি। পুলিশের ধারণা, ভ্যান ছিনতাই করতেই তাঁকে হত্যা করা হয়েছে।
ওই ভ্যানচালকের নাম সজল হোসেন (৩৮)। তাঁর বাড়ি উপজেলার খয়েরবাড়িয়া গ্রামে। সম্প্রতি তিনি ভ্যানটি কিনেছিলেন বলে পরিবার জানিয়েছে।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা বলেন, সমিতি থেকে এক লাখ টাকা ঋণ নিয়ে একটি নতুন ভ্যান কেনেন সজল। নিজেই ভ্যান চালিয়ে যা আয় করতেন, তা দিয়ে সংসার চালানোর পাশাপাশি ঋণের কিস্তিও শোধ করতেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তাঁর মুঠোফোনে কল দিয়ে কে বা কারা ভাড়ার কথা বলে তাঁকে ডেকে নেন। এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রাতে তিনি বাড়ি না ফিরলে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। আজ সকালে স্থানীয় লোকজন মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের পাশের একটি পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেটি সজলের লাশ বলে শনাক্ত করেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবারের সদস্যদের দাবি, নতুন ভ্যানটির লোভেই দুর্বৃত্তরা সজলকে হত্যা করেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, নতুন কেনা ভ্যানটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা মুঠোফোনে ডেকে নিয়ে হত্যাকাণ্ডটি ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তাঁর মুঠোফোন খোয়া গেলেও কললিস্ট ও পরিচিত ব্যক্তিদের নম্বর বের করার উদ্যোগ নিয়েছে পুলিশ। লাশের গলায় দড়ি দিয়ে প্যাঁচানোর দাগ আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ব র
এছাড়াও পড়ুন:
বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।
কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এনটি/ইভা