আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রীসহ ১৬ জনকে
Published: 18th, February 2025 GMT
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় সাবেক মন্ত্রী, আমলা ও এক বিচারপতিসহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
যাদের হাজির করা হয়েছে তারা হলেন-সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারুক খান, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আব্দুর রাজ্জাক, দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো.
গত ১৬ ডিসেম্বর জুলাই-আগস্টে হত্যা-গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ১১ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচার করার উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গত ১৭ অক্টোবর থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।
এর গত ১৯ নভেম্বর গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই ধরনের অভিযোগে ওবায়দুল কাদেরসহ বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী–সংসদ সদস্যসহ প্রভাবশালী ৪৫ জনের ক্ষেত্রে পৃথক তদন্ত প্রতিবেদন জমা দিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে এক মাস সময় দেওয়া হয়।
ঢাকা/মামুন/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম নবত ব র ধ হ জ র কর গণহত য মন ত র তদন ত আগস ট
এছাড়াও পড়ুন:
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পথে নেমেছি: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছন, “আমরা বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়নের লড়াই চালিয়ে যাচ্ছি। যারা মুজিববাদে বিশ্বাসী, তাদের বিচার করা হবে। আমরা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পথে নেমেছি।”
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও গণঅভ্যুত্থান সমাবেশে এসব কথা বলেন।
গাজীপুরের স্থানীয় প্রশাসনের দিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, “গাজীপুরের সন্ত্রাসীরা মহড়া দিয়ে আমাদের ভয় দেখাতে চায়। কিন্তু, গোপালগঞ্জের মাটিতে যেমন বাধা টপকে গেছি, তেমনই গাজীপুরের মাটিতেও আমরা এসেছি। বাংলাদেশের ৬৪টি জেলায় আমাদের পদযাত্রা চলবে।”
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্য নেতারা তাদের বক্তব্যে ‘গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের’ স্মরণ করে উপস্থিত জনতাকে তাদের পাশে থাকার আহ্বান জানান।
দোয়া মাহফিলে এনসিপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকে শুধু একনজর দেখতে এসেছিলেন নাহিদ ইসলাম ও সারজিস আলমকে।
দোয়া মাহফিল শেষে এনসিপি নেতারা গাজীপুর জেলার রাজবাড়ি মাঠে আয়োজিত পরবর্তী কর্মসূচিতে অংশ নেওয়ার উদ্দেশে রওনা হন।
ঢাকা/রফিক সরকার/রফিক