কাগজের শহীদ মিনারে অমর একুশে পালন
Published: 21st, February 2025 GMT
পাবনার ঈশ্বরদীর সাঁড়াগোপালপুর স্কুলমাঠে এবারও অমর একুশে পালন করা হয়েছে কাগজের তৈরি শহীদ মিনারে। শুক্রবার সকালে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পাশপাশি দুটি স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা।
এর আগে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শিক্ষার্থীরা স্কুলমাঠে রঙিন কাগজ, বাঁশের চটা ও খুঁটি দিয়ে তৈরি করে কাগজের অস্থায়ী শহীদ মিনার। সাঁড়াগোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা বলেন, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি রাতে ভেঙে দেওয়া হয় স্কুলমাঠের শহীদ মিনার। এরপর এক মাসের মধ্যে তৈরি করে দেওয়া হবে বলে উপজেলা প্রকৌশল অফিস থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়। এখনও তা বাস্তবায়ন হয়নি।
তিন বছর ধরে কাগজের তৈরি শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানো হচ্ছে। জানা গেছে, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি সাঁড়াগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কথা বলে শহীদ মিনারটি ভেঙে গুঁড়িয়ে করে দেওয়া হয়েছিল।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল মান্নানের ভাষ্য, এখানে চমৎকার একটি শহীদ মিনার ছিল, এখন নেই। মনের কষ্ট বুকে চেপে কাগজের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হচ্ছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প বন
এছাড়াও পড়ুন:
বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।
কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এনটি/ইভা