ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে জিতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে রোহিত শর্মাকে খেলানোর ঝুঁকি তাই নেবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারতীয় সংবাদ মাধ্যম এমনই জানিয়েছে। 

রোহিত শর্মা না খেললে তার জায়গায় কিউইদের বিপক্ষে দলের নেতৃত্ব দেবেন তরুণ ওপেনার শুভমন গিল। তাকে ভারতের পরবর্তী ওয়ানডে অধিনায়ক হিসেবেই প্রস্তুত করা হচ্ছে বলেও খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সহঅধিনায়কও গিল। 

প্রশ্ন হচ্ছে, রোহিত শর্মা না খেললে তার জায়গায় ওপেনিং করবেন কে? ভারতের সংবাদ মাধ্যম বেশ কিছু অপশনের কথা উল্লেখ করেছে। যেমন- কেএল রাহুলকে ফেরানো হতে পারে ওপেনিংয়ে। রাহুল ব্যাটিং অর্ডারের সব জায়গায় খেলে অভ্যস্ত। টেস্ট, ওয়ানডে ও টি-২০’তে অনেকবার ওপেনিংয়ে খেলেছেন তিনি। 

রাহুলের নিয়মিত ব্যাটিং অর্ডার ছয়ে খেলানো হতে পারে ঋষভ পান্তকে। টেস্ট ও টি-২০’র নিয়মিত এই ব্যাটারের চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে জায়গা হয়নি। রোহিতের ইনজুরি তাকে খেলার সুযোগ এনে দিতে পারে। আরও একটি অপশনের কথা বলা হয়েছে। একাদশে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া হতে পারে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ভমন গ ল

এছাড়াও পড়ুন:

‘ন্যানো বানানা এআই শাড়ি’ ট্রেন্ড, কীভাবে বানাবেন পছন্দের ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৯৯০ দশকের মতো করে শাড়ি পরার ছবি পোস্ট করছেন নেটিজেনরা। এআই টুল দিয়ে শাড়ি পরা ছবি নিজের মনের মতো সম্পাদনা করে পোস্ট করা হচ্ছে এসব ছবি। গুগলের জেমিনি টুল, ওপেনএআইয়ের চ্যাটজিপিটি দিয়ে সহজেই তৈরি করা যাচ্ছে ছবি। 

বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের প্রফেশনাল আইডি আছে, তারা এই ট্রেন্ডে যোগ দিয়েছেন। এ ছাড়া সৌখিন ও প্রযুক্তিবান্ধব নারীরাও পছন্দ করেছেন এই ট্রেন্ড। বিভিন্ন ধরনের প্রম্পট ব্যবহার করে ছবি তৈরি করে নিজের ছবিতে অন্য মাত্রা যোগ করছেন নেটিজেনরা।  

আরো পড়ুন:

পোশাক উৎপাদনের ফলে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর

নিজের প্রতি সদয় কেন হতে হবে?

কীভাবে বানাবেন এআই শাড়ি স্টাইলের ছবি?

প্রথম ধাপ
শুরুতে গুগল অ্যাকাউন্টে লগইন করুন। এজন্য আপনার ফোন বা কম্পিউটারে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন। এরপর গুগলের AI টুল Gemini অথবা ChatGPT খুলুন। টুল ব্যবহার করতে চাইলে https://gemini.google.com বা https://chat.openai.com এই লিঙ্কে যান।

দ্বিতীয় ধাপ
‘ছবি সম্পাদনা’ অপশনে গিয়ে Gemini-এর হোমপেজে যান। এবার আপনি Try photo editing বা ‘ছবি সম্পাদনার চেষ্টা করুন’ নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এবং আপনি একটা ছোট বানানা আইকন দেখতে পাবেন—যেটা এই ট্রেন্ডের ইঙ্গিত!

তৃতীয় ধাপ
মোবাইল বা কম্পিউটার থেকে নিজের ছবি আপলোড করে নিন। চেষ্টা করুন যেন মুখটা পরিষ্কারভাবে দেখা যায়। ক্যামেরার দিকে তাকানো বা হালকা হাসিমুখে ছবি হলে সম্পাদনা ভালো হবে।

চতুর্থ ধাপ
সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ছবির সঠিক বর্ণনা দেওয়া বা  সঠিক প্রম্পট দেওয়া।  আপনি এআই-কে যেভাবে বলবেন, ছবিটা সেই অনুযায়ী বানাবে। চাইলে আপনি শাড়ির রঙ, ব্যাকগ্রাউন্ড, মুড, ফিল্টার ইত্যাদি কাস্টমাইজ করেও লিখতে পারেন।

শেষ ধাপ
বর্ণনা দেওয়ার কয়েক সেকেন্ড পরেই ফলাফল দেখুন এবং ডাউনলোড করুন।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ন্যানো বানানা এআই শাড়ি’ ট্রেন্ড, কীভাবে বানাবেন পছন্দের ছবি