সমালোচনার জবাবে গম্ভীর: ‘আমি এসব পাত্তা দিই না’
Published: 5th, March 2025 GMT
ভারতের প্রধান কোচ হওয়ার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন গৌতম গম্ভীর। তার দল নির্বাচন থেকে শুরু করে কৌশলগত সিদ্ধান্ত—সবকিছুই প্রশ্নবিদ্ধ হয়েছে ক্রিকেটবিশ্লেষকদের চোখে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নেওয়ার পর গম্ভীর জানিয়ে দিলেন, সমালোচনাকে তিনি মোটেও গুরুত্ব দেন না।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে পাঁচজন স্পিনার রাখা নিয়ে বিতর্ক উঠেছিল। বিশেষ করে তিনজন স্পিন অলরাউন্ডারের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবে গম্ভীরের কৌশল সফল হয়েছে এবং দল ফাইনালে পৌঁছেছে। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি নিন্দুকদের কথায় কান দেন না।
গম্ভীর বলেন, ‘আমি সমালোচনা গায়ে মাখি না। কে কী বলছে, সেটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করি না। আমাদের স্কোয়াডে তিনজন অলরাউন্ডার এবং দুজন বিশেষজ্ঞ স্পিনার রয়েছে। ১৫ সদস্যের দলে দুইজন স্পিনার থাকা অস্বাভাবিক কিছু নয়।’
দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমরা পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছি। এখনও শেষ এক ম্যাচ বাকি। আমরা ওয়ানডে ফরম্যাটে বরাবরই শক্তিশালী দল। এই টুর্নামেন্টেও আমাদের খেলোয়াড়দের ক্ষুধা, প্রতিশ্রুতি, সবকিছুই অনবদ্য ছিল।’
ভারতের ওপর বেশি সুবিধা দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে গম্ভীর বলেন, ‘অনেকে বলছেন, আমরা দুবাইতে বেশি সুবিধা পাচ্ছি। অথচ, অন্য দলের মতো আমাদের জন্যও এটি একটি নিরপেক্ষ ভেন্যু। আমরা এখানে খুব বেশি ম্যাচ খেলিনি। এমনকি আমাদের প্রস্তুতি পর্বও আইসিসির একাডেমিতে হয়েছে, যেখানে এখানের উইকেটের সঙ্গে কোনো মিলই নেই।’
আগামী ৯ মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আম দ র গম ভ র ফ ইন ল
এছাড়াও পড়ুন:
নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাদ ধসের ঘটনায় ইউজিসির তদন্ত কমিটি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১০ তলা আবাসিক হলের অতিরিক্ত অংশের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
শুক্রবার (১ আগস্ট) ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়াকে আহ্বায়ক করে চার সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের রবিবার (৩ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আরো পড়ুন:
রাবির কলা অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষক নিয়োগ স্থগিত
১০৯তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের পাশে নির্মাণাধীন ১০ তলা ছাত্রাবাসের দ্বিতীয় তলার সাথে যুক্ত অতিরিক্ত অংশের ছাদ ধসে পড়ে। এতে অন্তত ১২ জন শ্রমিক আহত হন। এদের মধ্যে গুরুতর আহত তিনজন শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
আরো পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১২
এ ঘটনায় প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানকে আহ্বায়ক এবং প্রকৌশল দপ্তরের উপ-প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলামকে সদস্য সচিব করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী পাঁচদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
ঢাকা/মুজিবুর/মেহেদী