ভারতের প্রধান কোচ হওয়ার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন গৌতম গম্ভীর। তার দল নির্বাচন থেকে শুরু করে কৌশলগত সিদ্ধান্ত—সবকিছুই প্রশ্নবিদ্ধ হয়েছে ক্রিকেটবিশ্লেষকদের চোখে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নেওয়ার পর গম্ভীর জানিয়ে দিলেন, সমালোচনাকে তিনি মোটেও গুরুত্ব দেন না।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে পাঁচজন স্পিনার রাখা নিয়ে বিতর্ক উঠেছিল। বিশেষ করে তিনজন স্পিন অলরাউন্ডারের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবে গম্ভীরের কৌশল সফল হয়েছে এবং দল ফাইনালে পৌঁছেছে। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি নিন্দুকদের কথায় কান দেন না।

গম্ভীর বলেন, ‘আমি সমালোচনা গায়ে মাখি না। কে কী বলছে, সেটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করি না। আমাদের স্কোয়াডে তিনজন অলরাউন্ডার এবং দুজন বিশেষজ্ঞ স্পিনার রয়েছে। ১৫ সদস্যের দলে দুইজন স্পিনার থাকা অস্বাভাবিক কিছু নয়।’

দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমরা পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছি। এখনও শেষ এক ম্যাচ বাকি। আমরা ওয়ানডে ফরম্যাটে বরাবরই শক্তিশালী দল। এই টুর্নামেন্টেও আমাদের খেলোয়াড়দের ক্ষুধা, প্রতিশ্রুতি, সবকিছুই অনবদ্য ছিল।’

ভারতের ওপর বেশি সুবিধা দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে গম্ভীর বলেন, ‘অনেকে বলছেন, আমরা দুবাইতে বেশি সুবিধা পাচ্ছি। অথচ, অন্য দলের মতো আমাদের জন্যও এটি একটি নিরপেক্ষ ভেন্যু। আমরা এখানে খুব বেশি ম্যাচ খেলিনি। এমনকি আমাদের প্রস্তুতি পর্বও আইসিসির একাডেমিতে হয়েছে, যেখানে এখানের উইকেটের সঙ্গে কোনো মিলই নেই।’

আগামী ৯ মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আম দ র গম ভ র ফ ইন ল

এছাড়াও পড়ুন:

বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।

কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ