বাসের চাকায় পিষ্ট মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী
Published: 9th, March 2025 GMT
বগুড়ায় বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। রবিবার (৯ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে শহরের ভবের বাজার এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার সজল ৫০ ও তার স্ত্রী হোসনে আরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সজল তার স্ত্রীকে নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কে মোটরসাইকেলে চড়ে যাচ্ছিল। পথে ভবের বাজার এলাকায় মহাসড়কে থাকা কালো মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে তারা রাস্তার ওপর পড়ে যায়। এ সময় ঢাকাগামী বাস তাদের চাপা দেয়। এতে সজল ঘটনাস্থলে মারা যায়। আর তার স্ত্রী হোসনে আরাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
রাজশাহীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ২
ববির ৩ শিক্ষার্থীকে মারধর, সড়ক অবরোধ
উপশহর পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক জালাল উদ্দিন দুর্ঘটনার নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থল তার এলাকার হলেও মহাসড়ক হওয়ায় হাইওয়ে পুলিশ বিষয়টি দেখছে।
ঢাকা/এনাম/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//