২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের উহানে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর ২০২০ সালের শুরুর দিকে বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়ে এই রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও এই ভাইরাসজনিত রোগকে মহামারি হিসেবে ঘোষণা করে। তারপর পেরিয়ে গেছে পাঁচ বছর।

২০২০ সালের মার্চ মাসে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ এই ভাইরাসের প্রকোপে আতঙ্কিত হয়ে পড়ে। এরপর পাঁচ বছর পেরিয়ে গেলেও বাস্তবতা হলো, করোনাভাইরাসের প্রভাব এখনো বিশ্ব অর্থনীতিতে অনুভূত হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় বিশ্বজুড়ে যেসব ব্যবস্থা নেওয়া হয়, তার জেরে দেশে দেশে সরকারি ঋণ রেকর্ড পর্যায়ে উঠে যায়। শ্রমবাজারে ব্যাপক প্রভাব পড়ে, অর্থাৎ অর্থনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিপুলসংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়ে। ভোক্তার আচরণও বদলে যায়। এ সবকিছুর জেরে অসমতা বৃদ্ধি পায়; দূর থেকে কাজ করা, ডিজিটাল পদ্ধতিতে অর্থ পরিশোধ জনপ্রিয় হয় এবং ভ্রমণের ধরনে দীর্ঘস্থায়ী পরিবর্তন আসে।

কোভিডের প্রকোপ আর নেই তা–ও প্রায় তিন বছর হলো; কিন্তু বিশ্ব অর্থনীতি ও বাজারে তার প্রভাব রয়ে গেছে। বিশ্ব অর্থনীতির গতিপ্রকৃতি নির্ধারণে এখনো তার প্রভাব আছে।

ঋণ, মূল্যস্ফীতি ও সুদহার

কোভিড-১৯ এর জেরে বিশ্বের প্রায় সব দেশ মানুষের জীবন ও জীবিকা নিশ্চিতে বিপুল পরিমাণে ঋণ করতে বাধ্য হয়। উন্নত দেশের সরকারগুলো মানুষকে বিপুল পরিমাণে প্রণোদনা দেয়। দেখা গেছে, ২০২০ সালের পর সামগ্রিকভাবে বিশ্বের ঋণ বেড়েছে ১২ শতাংশীয় পয়েন্ট। সবচেয়ে বেশি হারে বেড়েছে উদীয়মান বাজারে।

এরপর মহামারির জেরে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির বৃদ্ধির ধারা শুরু হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যাতে আরও তেল–জল জোগায়। এই উচ্চ মূল্যস্ফীতি ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়ায়। কাঁচামাল ও শ্রমিক–সংকটের কারণে ২০২২ সালে অনেক দেশেই মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে ওঠে।

এই পরিস্থিতি সামলাতে বিশ্বের প্রায় সব কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বৃদ্ধি করে, যদিও সব কেন্দ্রীয় ব্যাংক একই হারে নীতি সুদহার বাড়ায়নি।

বাস্তবতা হলো, বেশি বেশি ঋণ নেওয়া এবং অর্থনৈতিক কার্যক্রম স্থবির হয়ে যাওয়ার কারণে অনেক দেশের ঋণ পরিশোধের যোগ্যতা কমে যায়। ফিচ রেটিংসের এক প্রতিবেদনে দেখা যায়, মহামারির শুরুর সময়ের তুলনায় বেশির ভাগ দেশের ক্রেডিট রেটিং কিছুটা কমে যায়। তবে এ ক্ষেত্রেও ধনী ও গরিব দেশের ব্যবধান আছে, গরিব দেশগুলোর ক্রেডিট রেটিং কমেছে বেশি হারে। ক্রেডিট রেটিং বা ঋণমান কমে যাওয়ার অর্থ হলো, আন্তর্জাতিক বাজার থেকে এসব দেশের ঋণ নেওয়ার খরচ বেড়ে যাওয়া।

বেকারত্ব

মহামারির জেরে কোটি কোটি মানুষ কাজ হারিয়েছেন। এর মধ্যে আবার গরিব পরিবার ও নারীরা বেশি আক্রান্ত হয়েছেন, বিশ্বব্যাংকের হিসাবেই এ কথা বলা হয়েছে। লকডাউন উঠে গেলে অবশ্য বেকারত্বের হার আবার কমতে শুরু করে। কিন্তু এ সময়ের মধ্যে একধরনের কাঠামোগত পরিবর্তন হয়ে যায়; চাকরির খাত হয়ে ওঠে আতিথেয়তা ও ডেলিভারি খাত। কারণ, এ সময়ের মধ্যে মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসে। তার প্রতিফলন কাজের বাজারেও পড়ে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সূত্রে জানানো হয়েছে, ২০২৩ সালে বিশ্বের কর্মক্ষম জনগোষ্ঠীর ৬১ শতাংশ কর্মরত ছিলেন, ২০১৯ সালের তুলনায় যা কিছুটা বেশি। অর্থাৎ শ্রমবাজারে সেই পরিমাণ চাহিদা সৃষ্টি হয়েছে।

অসমতা বেড়েছে

পৃথিবী এক অসম জায়গা। অনেক দিন থেকেই এই বাস্তবতা আমরা দেখে আসছি। ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটে ধনী ও গরিবের ব্যবধান কিছুটা কমলেও মহামারির পর তা আবার বেড়েছে। বিশ্বের শীর্ষ ১ শতাংশ ধনীর আয় ২০২০ সালের পর বেড়েছে।

আরেকটি বিষয়, মহামারির সময় দেখা গেছে, শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ ২০২০ সালের পর কমেছে। এর কাঠামোগত কারণ আছে। সেটা হলো, আতিথেয়তা, খাদ্যসেবা, উৎপাদন ও শিশুর যত্নআত্তিতে নারীর অতি অংশগ্রহণের কারণে মহামারির সময় নারীর কর্মসংস্থান কমে যায়, এই খাতগুলোই মহামারিতে সবচেয়ে আক্রান্ত হয়েছিল।

২০২০ সালের পর শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বেড়েছে। কিন্তু সে ক্ষেত্রে শতভাগ সমতা আসতে এখনো ঢের বাকি। এ ছাড়া মানুষের অবসর ও ভ্রমণের অভ্যাসও অনেকটা বদলে গেছে। ২০১৯ সালে যত মানুষ ঘরের বাইরে যেত বা খেত, এখনো সেই পরিমাণ মানুষ তা করছে। কিন্তু বাস্তবতা হলো, ঘর থেকে কাজের অভ্যাস বেড়ে যাওয়ার কারণে লন্ডনের মতো বড় শহরে মানুষের চলাচল অনেকটাই কমে গেছে।

বিমান চলাচল বেড়েছে

মহামারিতে মানুষের চলাচল বন্ধ হয়ে গেলে সবচেয়ে আক্রান্ত হয় বিমান চলাচল খাত। ২০২০ সালে এই খাতের ক্ষতি হয় ১৭৫ বিলিয়ন বা ১৭ হাজার ৫০০ কোটি ডলার। এরপর টিকাদান ও পরবর্তী পর্যায়ে কোভিড-১৯ আর বৈশ্বিক মহামারি হিসেবে বিবেচিত না হওয়ায় বিমান চলাচল কোম্পানিগুলোর সংগঠন আশা করছে, ২০২৫ সালে এই খাত ৩৬ দশমিক ৬ বিলিয়ন বা ৩ হাজার ৬৬০ কোটি ডলার নিট মুনাফা করবে এবং মোট ৫২০ কোটি যাত্রী এ বছর বিমান ভ্রমণ করবে। তবে পর্যটকদের সমস্যা হলো, এর মধ্যে হোটেল কক্ষের ভাড়া বেড়ে গেছে।

ডিজিটাল পৃথিবী

ডিজিটালাইজেশন অনেক আগেই শুরু হয়েছিল, মহামারির সময় তার গতি বেড়ে যায়। ওই সময় মানুষের ঘর থেকে বেরোনার উপায় ছিল না। ফলে অনলাইনে কেনাকাটা করা ছাড়া উপায় ছিল না। ২০২০ সালে অনলাইনে কেনাকাটা অনেকটাই বেড়ে যায় এবং তারপর সেই হার স্থিতিশীল আছে। অনলাইন বিক্রি বেড়ে যাওয়ায় আবার বিক্রেতাদের দোকানের আকারও বাড়াতে হয়েছে। তাঁরা মনে করছেন, এতে সরাসরি ও অনলাইন-উভয় ধরনের বিক্রিই বেড়েছে।

এ ছাড়া মহামারির সময় মানুষের হাতে সময় ছিল এবং উন্নত দেশের মানুষের হাতে টাকাও ছিল। ২০২০ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটের ২৭ শতাংশ বিনিয়োগ ছিল খুচরা বিনিয়োগকারীদের।

রয়টার্সের সংবাদে বলা হয়েছে, মহামারির সময় প্রযুক্তি, ডেলিভারি ও টিকা প্রস্তুতকারী ওষুধ কোম্পানিগুলোর বাড়বাড়ন্ত হয়। এই ওষুধ কোম্পানিগুলোর সেই রমরমা আর নেই, কিন্তু ডেলিভারি ও প্রযুক্তি কোম্পানিগুলোর সেই বাস্তবতা এখনো আছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব স তবত ন ত হয় পর ম ণ সবচ য়

এছাড়াও পড়ুন:

ভারতের অর্থনীতি মৃত, ট্রাম্প ঠিকই বলেছেন: রাহুল

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক কথাই বলেছেন, ভারতের অর্থনীতি মৃত।

আজ বৃহস্পতিবার সংসদ ভবনে গণমাধ্যমের প্রশ্নের জবাবে রাহুল এই মন্তব্য করার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও একই কথা লেখেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই ভারতের অর্থনীতিকে মেরে ফেলেছেন।

গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে ট্রাম্প লেখেন, ‘ভারত ও রাশিয়া—দুই দেশের অর্থনীতিই মৃত। দুই দেশের মধ্যে কী বোঝাপড়া হয়েছে, তা নিয়ে আমার মাথাব্যথা নেই। তারা একই সঙ্গে মৃত অর্থনীতি নিয়ে রসাতলে যেতে পারে। ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য খুবই কম। ওদের শুল্কহার প্রচণ্ড চড়া। পৃথিবীর সর্বোচ্চ। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য হয় না বললেই চলে। অতএব, ও নিয়ে না ভাবলেও চলবে।’

আজ সংসদ ভবন চত্বরে গণমাধ্যম রাহুলকে ট্রাম্পের ওই মন্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ভারতের অর্থনীতি যে মৃত, তা সবাই জানেন। আপনারা জানেন না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ছাড়া এই সত্য সবার জানা। আমি খুশি যে প্রেসিডেন্ট ট্রাম্প সত্যি কথাটা বলেছেন। গোটা পৃথিবী জানে ভারতের অর্থনীতি মৃত। আদানিকে সাহায্য করতে গিয়ে দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়েছে বিজেপি।’

এরপর রাহুল একই কথা ‘এক্স’ মারফতও জানান। সেখানে তিনি লেখেন, ‘ভারতের অর্থনীতি মৃত। মোদি মেরে ফেলেছেন।’ এরপর পাঁচটি কারণ দেখিয়ে রাহুল ব্যাখ্যা করেন, কেন ও কী কারণে ভারতের অর্থনীতির পঞ্চত্বপ্রাপ্তি ঘটেছে—১. আদানি-মোদি অংশীদারত্ব; ২. নোট বাতিল ও ত্রুটিযুক্ত জিএসটি; ৩. ভারতে যন্ত্রাংশ জোড়া লাগানো বা ‘অ্যাসেম্বল ইন ইন্ডিয়া’ নীতি; ৪. মধ্যম ও ক্ষুদ্র শিল্প ধ্বংস করে দেওয়া এবং ৫. কৃষকদের নাভিশ্বাস তুলে দেওয়া।

এই পাঁচ কারণ দেখানোর পর রাহুল লেখেন, ‘দেশের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ মোদি তছনছ করে দিয়েছেন। কারণ, কোথাও কোনো চাকরি নেই।’

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কনীতি নিয়ে রাহুল বলেন, ‘দেখে নেবেন, ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হবে। ট্রাম্পই সেই চুক্তির সংজ্ঞা ঠিক করবেন, মোদি স্রেফ তাঁর নির্দেশ মেনে নেবেন।’

রাহুল আরও বলেন, ‘মোদি স্রেফ এক ব্যক্তি বিশেষের জন্য কাজ করেন। শিল্পপতি গৌতম আদানি। দেশের অর্থনীতি, প্রতিরক্ষা ব্যবস্থা ও পররাষ্ট্রনীতি তিনি ধ্বংস করে দিয়েছেন।’

সম্পর্কিত নিবন্ধ

  • সিরাজ–কৃষ্ণাতে ম্যাচে ফিরল ভারত
  • ওয়েস্ট ইন্ডিজকে আবারও হতাশায় ডুবিয়ে এগিয়ে গেল পাকিস্তান
  • জুলাই অভ্যুত্থানের সময় ভিপিএনও বন্ধ করে দেওয়া হয়েছিল
  • ইরানের ভুলে আজারবাইজান যেভাবে ইসরায়েলের দিকে ঝুঁকে পড়ল
  • রূপ নয়, সাহস দিয়ে জয় করা এক নায়িকা
  • টানা দুই জয়ের পর এবার হার বাংলাদেশের যুবাদের
  • কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি অভিনেত্রী
  • ভারতের অর্থনীতি মৃত, ট্রাম্প ঠিকই বলেছেন: রাহুল
  • নওগাঁয় স্কুলছাত্র হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, দুজনের ১০ বছর করে কারাদণ্ড
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে