পাবনা সদর উপজেলার গয়েশপুরে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আফজাল হোসেন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পাবনা সদর থানা পুলিশ।

সোমবার দিবাগত রাতে পাবনা শহরের পৈলানপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আফজাল পাবনা সদর উপজেলার গয়েশপুর হাসপাতাল পাড়ার মৃত বিলাত আলীর ছেলে। অভিযুক্ত আফজাল গয়েশপুর বাজারের একজন ব্যবসায়ী। এছাড়া কৃষি কাজের সঙ্গে তিনি জড়িত বলে পুলিশ জানায়।

এর আগে এই ঘটনায় ওই শিশুটির মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে.

গত ২১ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে ওই শিশুটিকে সঙ্গে নিয়ে তার মা গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। ঘাস কাটার এক পর্যায়ে অভিযুক্ত আফজাল শিশু কন্যাটিকে আদর করতে করতে কোলে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির বড় বোন আফজালের বাড়িতে যায়। সেখানে শিশুটিকে আফজাল ধর্ষণের চেষ্টা করছে দেখে চিৎকার দেয় বড় বোন। তার চিৎকারে স্থানীয়রা আসলে আফজাল সেখান থেকে পালিয়ে যায়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) সঞ্জয় সাহা জানান, ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে আফজালকে অভিযুক্ত করে সদর থানায় মামলা দায়ের করেন। আফজালকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: সদর থ ন আফজ ল

এছাড়াও পড়ুন:

বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।

কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ