পাকিস্তানে অনুষ্ঠেয় বিশ্বকাপ কোয়ালিফায়ারের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যে দলে একমাত্র নতুন মুখ ইশমা তানজিম।
ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফরম্যান্স করে নির্বাচকদের মন জয় করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ইশমা। চ্যাম্পিয়ন শেলটেক ক্রিকেট একাডেমির হয়ে ৭ ইনিংসে ৪৮ গড়ে ৩৩৬ রান করেছেন। প্রতিটিতেই ২৫ এর বেশি রান করেছেন ইশমা।
টি-টোয়েন্টির পর ওয়ানডে দলে জায়গা করে নিলেন তিনি। টি-টোয়েন্টিতে ৪ ম্যাচে সুযোগ পেয়ে ২৪ রান করেছিলেন। এবার ওয়ানডেতে কেমন করেন সেটা দেখার।
আরো পড়ুন:
নিষিদ্ধের চিঠির পরই আফগানিস্তানের সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড
ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার গিল
এদিকে ঢাকা লিগের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া রিতু মনি জাতীয় দলে ফিরেছেন। তার সঙ্গী হয়েছেন জান্নাতুল ফেরদৌস সুমনা। ৮ ম্যাচে ২১ উইকেট নিয়ে লিগের সর্বোচ্চ উইকেট শিকারি সুমনা। প্রায় সাত বছর পর ওয়ানডে দলে ফিরলেন ২৫ বছর বয়সী অফ স্পিনার। রিতু প্রিমিয়ার লিগে গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাবের হয়ে ৮ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ২১ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ১৬১ রান করেছেন। অভিজ্ঞ অলরাউন্ডারকে এবার বড় মঞ্চের জন্য প্রস্তুত মনে হচ্ছে।
দলে জায়গা হারিয়েছেন মুর্শিদা খাতুন, সুলতানা খাতুন ও তাজ নেহার। পায়ের চোটে বাদ পড়েছেন লতা মন্ডল।
ছয় দলের টুর্নামেন্ট খেলতে আগামী ৩ এপ্রিল লাহোরের উদ্দেশে রওনা হবে নিগার সুলতানার দল। বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান ছাড়া বাছাইয়ের বাকি চার দল ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, থাইল্যান্ড ও স্কটল্যান্ড।
বাংলাদেশের প্রথম ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে ১০ এপ্রিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে হবে টুর্নামেন্টের সব ম্যাচ।
মাঠে নামার আগে বাংলাদেশ দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে ৫ ও ৭ এপ্রিল। স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলো খেলতে তারা।
বাংলাদেশ স্কোয়াড:
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া, ফাহিম খাতুন, ফারিহা ইসলাম, ফারজানা হক, সানজিদা আক্তার, মারুফা আক্তার ও রিতু মনি।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
১০ ও ১১ মে সিটি ব্যাংকের সব সেবা বন্ধ থাকবে
ডেটা সেন্টার স্থানান্তরের কাজ সম্পন্ন করতে লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম দুই দিন বন্ধ রাখবে সিটি ব্যাংক। আগামী ৯ মে রাত ১২টা থেকে ১১ মে রাত ৮টা পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে ব্যাংকটিকে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধ বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এ–সংক্রান্ত আদেশে বলা হয়েছে, ডেটা সেন্টার স্থানান্তর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আগামী ৯ মে রাত ১২টা থেকে ১১ মে রাত ৮টা পর্যন্ত সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে সিটি ব্যাংককে সম্মতি দেওয়া হলো।
১৯৮৩ সালে যাত্রা শুরু করা সিটি ব্যাংকের গ্রাহক গত বছর শেষে বেড়ে দাঁড়িয়েছে ৩২ লাখে। ২০০৭ সালে ব্যাংকটির গ্রাহক ছিল ৬৮ হাজার। ব্যাংকটির কর্মকর্তার সংখ্যা এখন ৫ হাজার ৩২১ জন। দেশের সবচেয়ে বেশি সাত লাখ ক্রেডিট কার্ড গ্রাহক রয়েছে সিটি ব্যাংকের। ব্যাংকটির ক্রেডিট কার্ডের ঋণের পরিমাণ প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা। গত বছর শেষে ব্যাংকটির আমানত বেড়ে হয়েছে ৫১ হাজার ৪২০ কোটি টাকা। আর ঋণ ছিল ৪৪ হাজার ৪৯৮ কোটি টাকা। গত বছর শেষে হাজার কোটি টাকা মুনাফার মাইলফলক ছুঁয়েছে সিটি ব্যাংক। ব্যাংকটি গত বছর শেষে সমন্বিত মুনাফা করেছে ১ হাজার ১৪ কোটি টাকা। ২০২৩ সালে ব্যাংকটির সমন্বিত মুনাফার পরিমাণ ছিল ৬৩৮ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা ৩৭৬ কোটি টাকা বা ৫৯ শতাংশ বেড়েছে।