Risingbd:
2025-09-18@02:38:21 GMT

ওয়ানডে দলে নতুন মুখ ইশমা

Published: 13th, March 2025 GMT

ওয়ানডে দলে নতুন মুখ ইশমা

পাকিস্তানে অনুষ্ঠেয় বিশ্বকাপ কোয়ালিফায়ারের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যে দলে একমাত্র নতুন মুখ ইশমা তানজিম।

ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফরম্যান্স করে নির্বাচকদের মন জয় করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ইশমা। চ্যাম্পিয়ন শেলটেক ক্রিকেট একাডেমির হয়ে ৭ ইনিংসে ৪৮ গড়ে ৩৩৬ রান করেছেন। প্রতিটিতেই ২৫ এর বেশি রান করেছেন ইশমা।

টি-টোয়েন্টির পর ওয়ানডে দলে জায়গা করে নিলেন তিনি। টি-টোয়েন্টিতে ৪ ম্যাচে সুযোগ পেয়ে ২৪ রান করেছিলেন। এবার ওয়ানডেতে কেমন করেন সেটা দেখার।

আরো পড়ুন:

নিষিদ্ধের চিঠির পরই আফগানিস্তানের সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার গিল

এদিকে ঢাকা লিগের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া রিতু মনি জাতীয় দলে ফিরেছেন। তার সঙ্গী হয়েছেন জান্নাতুল ফেরদৌস সুমনা। ৮ ম্যাচে ২১ উইকেট নিয়ে লিগের সর্বোচ্চ উইকেট শিকারি সুমনা। প্রায় সাত বছর পর ওয়ানডে দলে ফিরলেন ২৫ বছর বয়সী অফ স্পিনার। রিতু প্রিমিয়ার লিগে গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাবের হয়ে ৮ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ২১ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ১৬১ রান করেছেন। অভিজ্ঞ অলরাউন্ডারকে এবার বড় মঞ্চের জন্য প্রস্তুত মনে হচ্ছে।

দলে জায়গা হারিয়েছেন মুর্শিদা খাতুন, সুলতানা খাতুন ও তাজ নেহার। পায়ের চোটে বাদ পড়েছেন লতা মন্ডল।

ছয় দলের টুর্নামেন্ট খেলতে আগামী ৩ এপ্রিল লাহোরের উদ্দেশে রওনা হবে নিগার সুলতানার দল। বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান ছাড়া বাছাইয়ের বাকি চার দল ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, থাইল্যান্ড ও স্কটল্যান্ড।

বাংলাদেশের প্রথম ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে ১০ এপ্রিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে হবে টুর্নামেন্টের সব ম্যাচ।

মাঠে নামার আগে বাংলাদেশ দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে ৫ ও ৭ এপ্রিল। স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলো খেলতে তারা।

বাংলাদেশ স্কোয়াড:
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া, ফাহিম খাতুন, ফারিহা ইসলাম, ফারজানা হক, সানজিদা আক্তার, মারুফা আক্তার ও রিতু মনি।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ছ

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ