দেশের বাজারে এলজির নতুন দুটি মডেলের গেমিং মনিটর এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ‘আলট্রা গিয়ার ২৪জিএস৬৫এফ–বি’ ও ‘আলট্রা গিয়ার ২৭জিএস৬৫এফ–বি’ মডেলের মনিটরগুলোর পর্দার রিফ্রেশ রেট ১৮০ হার্টজ। পাশাপাশি ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম–সুবিধা থাকায় মনিটরগুলোতে স্বাচ্ছন্দ্যে গেম খেলার পাশাপাশি ভালো মানের ভিডিও দেখা সম্ভব। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আলট্রা গিয়ার ২৪জিএস৬৫এফ–বি’ ও ‘আলট্রা গিয়ার ২৭জিএস৬৫এফ–বি’ মডেলের মনিটরগুলোর পর্দার আকার যথাক্রমে ২৪ ও ২৭ ইঞ্চি। মনিটরগুলোয় এইচডিআর১০ ও ৯৯ শতাংশ এসআরজিবি কালার অ্যাকুরেসি প্রযুক্তির সুবিধা থাকায় গেমের বিভিন্ন দৃশ্য নিখুঁতভাবে দেখা সম্ভব। এর ফলে অনলাইন গেমিংয়ে বাড়তি সুবিধা পাওয়া যায়। মনিটরগুলোর দাম যথাক্রমে ২৭ হাজার ৫০০ টাকা ও ৪২ হাজার টাকা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আলট র

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ