‘এফডিসির শিল্পী সমিতির যাঁদের কেউ অভিনয়ে ডাকেন না, তাঁদের নিয়েই কাজ করছি। বঞ্চিতদের আমি তুলে ধরতে চাই। তাঁদের পথচলায় সহযোগিতা করতে চাই।’ কথাগুলো চিত্রনায়িকা রত্নার। এই অভিনেত্রী এবার এফডিসির পার্শ্বচরিত্রের বঞ্চিত অভিনয়শিল্পীদের নিয়ে শুরু করেছেন নাটক প্রযোজনার কাজ। একই সঙ্গে তিনি অভিনয়ও করেছেন। ঈদে ‘প্রতিবাদী নারী’ ও ‘ঝগড়াটে পরিবার’ নাটকে তাঁকে দেখা যাবে।

রত্না কবির জানান, বিভিন্ন সময় সিনেমায় তাঁর সঙ্গে সহ–অভিনয়শিল্পী হিসেবে যাঁরা কাজ করেছেন, তাঁদের সঙ্গে নিয়েই তাঁর এই নতুন যাত্রা। তিনি বলেন, ‘এফডিসির অনেক শিল্পীর মেধা থাকা সত্ত্বেও কাজে ডাক পান না। তাঁদের নিয়েই আমরা কাজ করছি। আমার নাটক ও চ্যানেলের মাধ্যমে তাঁদের প্রোমোট করতে চাই। এতে যদি আমি লাভবান হই, তাহলে শিল্পীদের মধ্যে সেটা ভাগ করে দেব। আমি কাউকে বঞ্চিত করব না।’

সহশিল্পীদের সঙ্গে রত্না। ছবি: শিল্পীর ফেসবুক থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।

কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ