দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উত্তরের বিমানঘাঁটিতে দাঁড়িয়ে থাকা একটি হেলিকপ্টারের সঙ্গে সেনাবাহিনীর একটি নজরদারি ড্রোনের সংঘর্ষ হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।

কোরিয়া টাইমসের খবর অনুসারে, ইসরায়েলে তৈরি হেরন ড্রোনটি সোমবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে ইয়াংজু সেনা ঘাঁটিতে অবতরণের চেষ্টা করার সময় সংঘর্ষটি ঘটে। যার ফলে আগুন ধরে যায়। তবে ২০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয় বলে সেনাবাহিনী জানিয়েছে। 

সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে নজরদারি ড্রোন এবং হেলিকপ্টারটি আগুনে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

আরো পড়ুন:

বেসামরিক এলাকায় ভুলবশত বোমা ফেলল দ.

কোরিয়ার যুদ্ধবিমান

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার

দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে সামরিক বাহিনী তদন্ত শুরু করেছে।

একজন সামরিক কর্মকর্তা বলেছেন, সেখানে জিপিএস সিগন্যাল আটকানোর উত্তর কোরিয়ার কোনো প্রচেষ্টা শনাক্ত হয়নি। 

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী পশ্চিম উপকূল এবং অন্যান্য এলাকায় উত্তর কোরিয়ার আর্টিলারি ব্যবস্থায় নজরদারির জন্য ২০১৬ সাল থেকে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি হেরন ড্রোন ব্যবহার করছে।

এই দুর্ঘটনা এমন সময়ে ঘটলো, যখন দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র সঙ্গে তাদের প্রধান বার্ষিক বসন্তকালীন মহড়া পরিচালনা করছে। ১১ দিনের মহড়াটি আগামী বৃহস্পতিবার শেষ হতে চলেছে। 

ঢাকা/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আপনার এত সাহস হয় কী করে, সাংবাদিককে নায়িকা

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী লক্ষ্মী মাঞ্চু। তার পরবর্তী সিনেমা ‘ঢাকসা’। এ সিনেমার মুক্তি উপলক্ষে নানা ধরনের প্রস্তুতি নিচ্ছেন ৪৭ বছরের এই অভিনেত্রী। কয়েক দিন আগে গ্রেট অন্ধ্রকে সাক্ষাৎকার দেন লক্ষ্মী। এ আলাপচারিতার পোশাক নিয়ে প্রশ্ন করায় লক্ষ্মী বলেন— “আপনার এত সাহস হয় কী করে!” 

মুম্বাইয়ে যাওয়ার ফলে কি আপনার পোশাকের স্টাইলে কোনো প্রভাব পড়েছে? এ প্রশ্নের জবাবে লক্ষ্মী বলেন, “আমি আমেরিকাতে থেকেছি। সেখান থেকে হায়দরাবাদে, এখন মুম্বাইয়ে আছি। আমি কঠোর পরিশ্রম করেছি নিজেকে এইভাবে উপস্থাপন করার জন্য। এই পরিশ্রম আমাকে আত্মবিশ্বাসী করেছে, যা আমাকে আমার মতো পোশাক পরতে উৎসাহ দেয়।” 

এরপর সাংবাদিক সরাসরি লক্ষ্মীর পোশাক নিয়ে প্রশ্ন করেন, জবাবে এই অভিনেত্রী বলেন, “আপনি কি একজন পুরুষকে একই প্রশ্ন করতেন? আপনার এত সাহস হয় কী করে! আপনি কি মহেশ বাবুকে বলতেন—‘আপনার তো এখন ৫০ বছর বয়স, তাহলে আপনি কেন জামা খুলে ছবি তুলছেন?’ তাহলে একজন নারীকে কেন এই প্রশ্ন? মানুষ আপনার এই প্রশ্ন থেকে কী শিখবে? একজন সাংবাদিক হিসেবে আপনার দায়িত্বশীল হওয়া উচিত।” 

পরে সাংবাদিক স্বীকার করেন যে, এই ধরনের প্রশ্ন একজন অভিনেতাকে করতেন না। প্রশ্নটি করার কারণ ব্যাখ্যা করে সাংবাদিক জানান, তার পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের চর্চা চলছে, যার কারণে এই প্রশ্ন সামনে নিয়ে আসা। 

লক্ষ্মী মাঞ্চুর অন্য পরিচয় তিনি তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা মোহন বাবুর কন্যা। ৫০ বছরের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন মোহন বাবু। ব্যক্তিগত জীবনে বিদ্যা দেবীর সঙ্গে ঘর বাঁধেন তিনি। এ সংসারে রয়েছে কন্যা লক্ষ্মী ও পুত্র বিষ্ণু মাঞ্চু। তারা দুজনেই অভিনয়শিল্পী।

তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • চিমামান্দা এনগোজি আদিচির নারীবাদ
  • ওয়েবসাইটের কুকিজ সংগ্রহের অনুরোধ ভালো না খারাপ, নিরাপত্তাঝুঁকি কতটা
  • ভোররাতে রণক্ষেত্র: নরসিংদীতে নিহত ১, গুলিবিদ্ধ ৫
  • গাজায় ২৬ হাজার শিশু তীব্র অপুষ্টির শিকার: জাতিসংঘ
  • গ্রাহকের কাছে পেয়ারা খেতে চায় জনতা ব্যাংকের কর্মকর্তা
  • গল্পটা এই ক্লাসরুম থেকেই শুরু: ইরফান সাজ্জাদ
  • রাশিয়ায় এক বাঙালি বিপ্লবীর খোঁজে
  • আপনার এত সাহস হয় কী করে, সাংবাদিককে নায়িকা
  • বাংলাদেশ পরিবর্তনের মধ্যে রয়েছে: আইরিন খান
  • কক্সবাজারে ৮০ শতাংশ মাদক আসে সাগরপথে: বিজিবি