‘আপনার টাকা পড়েছে’ বলে শিক্ষকের তিন লাখ টাকার ব্যাগ নিয়ে পালায় ছিনতাইকারী
Published: 19th, March 2025 GMT
যশোরের কেশবপুরে অভিনব কৌশলে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার সকালে পৌর শহরের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষকের নাম মো. রায়হান আল মাহমুদ। তাঁর বাড়ি কেশবপুর পৌরসভার বাজিতপুর গ্রামে। তিনি আলতাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পুলিশ ও ভুক্তভোগী শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে বাড়ি থেকে একটি ব্যাগে তিন লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা রাখতে মোটরসাইকেলে পৌর শহরের প্রধান সড়কের একটি শোরুমের সামনে দাঁড়ান শিক্ষক রায়হান আল মাহমুদ। মোটরসাইকেলের হ্যান্ডেলে টাকার ব্যাগটি ঝোলানো ছিল। এ সময় এক ছিনতাইকারী তাঁর মোটরসাইকেলের পাশে কয়েকটি দুই ও পাঁচ টাকার নোট ছড়িয়ে দিয়ে বলে, ‘আপনার টাকা পড়ে গেছে।’ তখন ওই শিক্ষক নিজের প্যান্টের পকেটে হাত দিয়ে তাঁর টাকা পড়েছে কি না দেখতে থাকেন। এই সুযোগে ছিনতাইকারী শিক্ষকের মোটরসাইকেলের হ্যান্ডেলে রাখা টাকার ব্যাগটি নিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন জানান, ঈদের আগে এ ধরনের প্রতারক চক্র শহরে ঘোরাঘুরি করছে। তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে তাঁদের ধারণা।
যোগাযোগ করলে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, তিনি ঘটনাটি শোনেননি। ঈদের আগে প্রতারক চক্রের হাতে কেউ যাতে প্রতারণার শিকার না হন, সে জন্য পুলিশের একটি দল শহরে টহল দিচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মিরপুর বিসিআইসি কলেজে এবি ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন
এবি ব্যাংক পিএলসি পূর্ণাঙ্গ আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে মিরপুর বিসিআইসি কলেজে একটি কালেকশন বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের মিরপুর শাখার অধীনে পরিচালিত এই বুথটি কলেজের জন্য সকল ফি জমা নেয়াসহ শিক্ষক ও কর্মীদের বেতন-ভাতা প্রদানের সুবিধা প্রদান করবে।
সোমবার (৩ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বুথটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান এবং মিরপুর বিসিআইসি কলেজের অধ্যক্ষ কর্নেল মো. তৌহিদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন মিরপুর বিসিআইসি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. জাকির হোসেন তালুকদার, এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন তৌফিক হাসান, এবি ব্যাংকের পে-রোল ও স্কুল ব্যাংকিং প্রধান ফিদা হাসান শাহেদ, এবং এবি ব্যাংকের মিরপুর শাখার ব্যবস্থাপক মো. আরিফুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
ঢাকা/এসবি