কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনে মারা যাওয়া হাতিটি অসুস্থ হয়ে নয়, গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল বুধবার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি কর্মকর্তা হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন এ প্রতিবেদন দিয়েছেন।

কক্সবাজার বন বিভাগীয় কর্মকর্তা (দক্ষিণ) মোহাম্মদ নুরুল ইসলাম জানান, হাতিটি মারা যাওয়ার পর উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। হাতিকে কে কীভাবে গুলি করেছে, তা খুঁজে বের করার জন্য উখিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো.

শাহিনুর ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়েছিল। তারা মঙ্গলবার উখিয়ার ইনানী সংরক্ষিত বনে জাকিরের ঘোনায় একটি খামারবাড়ি থেকে দেশি একনলা বন্দুক উদ্ধার করেছে। পরে বন্দুকটি উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে, হাতিকে কে গুলি করেছে।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার জুমছড়ি সংরক্ষিত বনে একটি বন্যহাতির মৃত্যু হয়। ওই সময় রক্তবমি করতে করতে হাতিটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মৃত এ পুরুষ হাতিটার বয়স আনুমানিক ৩৫ বছর।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বনকর্মীরা তখন জানিয়েছিলেন, উখিয়ার ইনানী পাহাড়ি এলাকা থেকে একটি হাতি রক্তবমি করতে করতে জুমছড়িতে গিয়ে মারা যায়। দীর্ঘদিন ধরে হাতিটি অসুস্থ ছিল।

উল্লেখ্য, এর আগে গত ১২ ফেব্রুয়ারি চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর সংরক্ষিত বনে একটি হাতির মৃত্যু হয়। একইভাবে ১৮ জানুয়ারি টেকনাফের হ্নীলা সংরক্ষিত বনে ও ২০২৩ সালের ২৭ নভেম্বর দুটি হাতির মৃত্যু হয়।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রাকিবুলের ঘূর্ণিতে শেষে বিকেলে স্বস্তি

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দল প্রথম ইনিংসে ৩০৮ রান তুলেছিল। জবাবে ৩ উইকেটে ১৪৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে ভালো অবস্থানেই ছিল প্রোটিয়ারা। তৃতীয় দিন বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসানের ঘূর্ণিতে ২৪৩ রানে অলআউট হয় তারা। 

শেষ বিকেলে ৬৫ রানের লিডের স্বস্তি পায় বাংলাদেশ। যদিও তৃতীয় দিন শেষে ৫ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। তবে ৭০ রানের লিডে ম্যাচ বাংলাদেশ ইমার্জিং দলের নিয়ন্ত্রণেই আছে। 

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলাদেশের তরুণ ব্যাটার আশিকুর রহমান শিবলি ১০৪ রানের দারুণ এক ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ১ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। প্রথম ইনিংসে অধিনায়ক শাহাদাত হোসেন ৪৪ রানের ইনিংস খেলেন। 

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের হয়ে ওপেনার মোহাম্মদ মানাক ৩৫ ও এনতান্দো জুমা ২৯ রানের ইনিংস খেলেন। তিনে নামা অধিনায়ক জর্জ ফন হেরডেন ৬৩ রান করেন। এছাড়া মিডলের রিচার্ড সেলেটসোয়ানে ও লোয়ারের আন্দালি মোকগাকানে ৪৩ করে রান যোগ করেন। 

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ধসিয়ে দেওয়া রাকিবুল ৩১.৪ ওভার হাত ঘুরান। ৬৪ রান দিয়ে তিনি ওই ৭ উইকেট নেন। এছাড়া পেসার রিপন মন্ডল নেন ২ উইকেট। বাংলাদেশের প্রথম ইনিংসে তিয়ান ফন ভুরেন ৩ উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসেও তিনি উইকেট পেয়েছেন।    

সম্পর্কিত নিবন্ধ