জবির ‘বি’ ইউনিটে প্রথম নুবাহ সিদ্দিকা
Published: 24th, March 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে (কলা অনুষদ) সর্বোচ্চ নম্বর ৯২ পেয়ে প্রথম হয়েছেন নুবাহ সিদ্দিকা নামের এক শিক্ষার্থী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে তৃতীয় শিফটে পরীক্ষা দিয়েছিলেন। সব শিফটের মধ্যে তিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন। তার স্বপ্ন একজন বিচারপতি হওয়া।
সোমবার মুঠোফোনে সমকালকে তার সাফল্য ও স্বপ্নের কথা জানান নুবাহ সিদ্দিকা। এর আগে রোববার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও পেইজে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নুবাহ ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনিতে ২৩, লিখিত ৪১ ও এসএসসি এইচএসসি রেজাল্ট ভিত্তিতে ২৮ নম্বর পেয়ে অন্য সবার থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছেন।
উচ্ছ্বাস প্রকাশ করে নুবাহ বলেন, আমি আইন বিভাগে পড়াশোনা করতে চাই। লন্ডন থেকে ব্যারিস্টারি শেষ করে পরবর্তীতে বিচারপতি হতে চাই। বাবা মায়ের অনুপ্রেরণাতেই তার এই সাফল্য বলে জানান নুবাহ।
নুবাহ জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাবিতে চান্স পেয়েছেন তিনি। ঢাবিতে ভর্তি পরীক্ষায় ৫ম স্থান অধিকার করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়েই ভর্তি হবার ইচ্ছা জানান তিনি। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার গৌরিপুরে।
নুবাহ সমকালকে বলেন, রাজউক উত্তরা মডেল কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছেন। বাবা আশিকুল ইসলাম ও মা খাইরুন্নেছা বেগমের বড় সন্তান তিনি।
প্রসঙ্গত, বি ইউনিটের তিন শিফটে মোট আসন সংখ্যা ৭৮৫টি। প্রথম শিফটে মোট আসন ২৯৪টি, যার মধ্যে মানবিক ২১৬টি, বাণিজ্য ৩৭টি, বিজ্ঞান ৪১টি। দ্বিতীয় শিফটে মোট আসন ২৯২টি, যার মধ্যে মানবিক ২১৮টি, বাণিজ্য ৩৫টি ও বিজ্ঞান ৩৯টি আসন। তৃতীয় শিফটে মোট আসন ১৯৯টি, যার মধ্যে মানবিক ১২৪টি, বাণিজ্য ১০টি ও বিজ্ঞান ৬৫টি আসন। গত ১৪ ফেব্রুয়ারি কলা ও আইন অনুষদ ‘বি’ ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৮৫ আসনের বিপরীতে পরীক্ষায় বসেন ৪২ হাজার ৯৭৪ জন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: পর ক ষ য় ম ট আসন ইউন ট
এছাড়াও পড়ুন:
জিম্বাবুয়েকে চোখ রাঙাচ্ছে ইনিংস হার
কোনো উইকেট না হারিয়ে ৯২ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে যাওয়া জিম্বাবুয়ের বড় রানের নিচে চাপা পড়ার ভয়টাও নিশ্চয়ই বাড়ছিল।
তবে বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনটা বোলিংয়ে ভালোই কেটেছে তাঁদের। নিউজিল্যান্ডের ১০ উইকেটই তুলে নিয়ে অলআউট করেছে ৩০৭ রানে। তবে জিম্বাবুয়ে এরপরও স্বস্তিতে নেই। ১৫৮ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরুর পর ৩১ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকেরা। ইনিংস হার এড়াতে এখনো ১২৭ রান করতে হবে জিম্বাবুয়েকে।
আরও পড়ুনআধা ঘণ্টার মধ্যেই গিলের দুই রেকর্ড ৫ ঘণ্টা আগেদিনের প্রথম বলেই ৭০ বলে ৪১ রান করা উইল ইয়ংকে ফিরিয়ে জিম্বাবুয়েকে প্রথম উইকেট এনে দেন ব্লেসিং মুজারাবানি। এরপর ৬৬ রানের জুটি গড়েন হেনরি নিকোলস ও ডেভন কনওয়ে। এবারও জিম্বাবুয়ের ত্রাতা হন মুজারাবানি। ৫৬ বলে ৩৪ রান করা হেনরি নিকোলসকে ফেরান ব্রায়ান বেটের ক্যাচ বানিয়ে।
এরপর কনওয়ে ১৭০ বলে ৮৮ রান করে তানাকা চিবাঙ্গার বলে ফিরে গেলে আরও চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। সেই চাপ সামলে নেওয়ার চেষ্টাটা করতে পেরেছেন শুধু ড্যারিল মিচেল। শেষের দিকের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলের মধ্যে ১১৯ বলে ৮০ রান করে নিউম্যান নিমহারির বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি।
নিউজিল্যান্ডের শেষ ৬ ব্যাটসম্যানের মাত্র দুজন দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন