বিএনপির কেন্দ্রীয় নেতার নাম ভাঙিয়ে যুবদল নেতার চাঁদাবাজির অভিযোগ
Published: 2nd, April 2025 GMT
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের নাম ভাঙিয়ে কুমিল্লার দাউদকান্দিতে এক যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ওই যুবদল নেতার নাম শাহ আলম সরকার। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক।
চাঁদাবাজির অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে ড. মারুফ নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন ওই যুবদল নেতা। তাৎক্ষণিকভাবে বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে দলীয় ফোরামে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.
নিজ দলের নেতার বিরুদ্ধে হঠাৎ কেন এমন অভিযোগ, এ প্রশ্নের জবাবে রাতে ড. মারুফ মুঠোফোনে সমকালকে বলেন, ‘শুধু ফেসবুক পোস্ট নয়, মঙ্গলবার এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালেও একই বক্তব্য দিয়েছি। আমার ও দলের বার্তা ক্লিয়ার- চাঁদাবাজদের ঠাঁই দলে নয়, কারাগারে হবে।’ তিনি আরও বলেন, ‘ উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলমের বিরুদ্ধে দলের অনেকেই আমাকে বলেছেন, তাই আমি এ বিষয়ে ফেসবুক পোস্ট দিয়েছি। জেলা যুবদল তদন্ত করলে আশা করি সত্যতা পাবে।’
তবে অভিযোগের অস্বীকার করে উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার সমকালকে বলেন, ‘বিষয়টি আমার কাছে কেমন যেন ষড়যন্ত্র মনে হচ্ছে। সারা জীবন পরিচ্ছন্ন রাজনীতি করতে গিয়ে হামলা-মামলার শিকার হয়েছি। এখন এমন অভিযোগের সত্যতা পেলে দল থেকে পুরস্কার-তিরস্কার যাই দেয় মাথা পেতে নেব।’
অভিযোগের বিষয়ে কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি সাহাব উদ্দিন বলেন, ‘এ বিষয়টি আমরা কেন্দ্রীয় নেতাদেরকে জানিয়েছি। কুমিল্লা উত্তর জেলা যুবদলের পক্ষ থেকেও তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ য বদল ন ত ফ সব ক প উপজ ল
এছাড়াও পড়ুন:
বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।
কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এনটি/ইভা