সুপার পাওয়ার পেলে পরকীয়া বন্ধ করব: অপু
Published: 4th, April 2025 GMT
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এখন অভিনয়ে খুব একটা সক্রিয় নন। বরং বিভিন্ন অনুষ্ঠান ও সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সাক্ষাৎকারমূলক একটি অনুষ্ঠানে অতিথি হয়ে অপু জানালেন, পরকীয়া বন্ধ করতে চান তিনি।
মূলত, অনুষ্ঠানটিতে র্যাপিড ফায়ার নামে একটি সেগমেন্ট জটপট উত্তর দিতে হয় অপু বিশ্বাসকে। সেখানে সঞ্চালক জানতে চান, আপনাকে সুপার পাওয়ার দেওয়া হলে কী করবেন? জবাবে অপু বিশ্বাস বলেন, “পরকীয়াটা বন্ধ করব। এমন আইন জারি করব যে, দশজনের সামনে পাথর নিক্ষেপ করে মারা হয়।”
জীবনের কোন অভ্যাস পরিবর্তন করতে চান? এ প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, “মানুষকে খুব বেশি বিশ্বাস করে ফেলি, মনের সব কথা বলে ফেলি। এই অভ্যাসটা পরিবর্তন করা দরকার।”
আরো পড়ুন:
বরেণ্য অভিনেতা মনোজ কুমার মারা গেছেন
শাশুড়ি মায়ের হাতের রান্না যেন মধু: শবনম বুবলী
অপু বিশ্বাস তার দীর্ঘ অভিনয় ক্যারিয়ার অর্থ-খ্যাতি দুটোই পেয়েছেন। তারপরও তার কাছে জানতে চাওয়া হয়, ‘টাকা নাকি খ্যাতি’ কোনটা চান? জবাবে অপু বিশ্বাস বলেন, “টাকা।”
এ অনুষ্ঠানে কয়েকজন তারকার নাম বলেন সঞ্চালক। সংক্ষেপে তাদের নিয়ে মন্তব্য করতে বলেন অপু বিশ্বাসকে। প্রথমে শাকিব খানের ব্যাপারে জানতে চাওয়া হয়। অপু বিশ্বাস বলেন, “সৃষ্টিশীল ও ব্যবসায়ী।” মৌসুমীকে নিয়ে বলেন, “অ্যাডরেবল হট।” মেহজাবীন চৌধুরী? অপুর সটান জবাব, “সুইট।” আফরান নিশোকে নিয়ে মন্তব্য করতে গিয়ে অপু বিশ্বাস বলেন, “একটু দাম্ভিক।” জায়েদ খান প্রসঙ্গে এ নায়িকা বলেন, “নেতা নেতা টাইপ।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ব শ ব স বল ন অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।
তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’