টাঙ্গাইলের সখীপুরে লাঠি দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই স্ত্রী তানিয়া আক্তারকে (২৫) গ্রেপ্তার করে।

নিহত ব্যক্তির নাম জুয়েল রানা (৩২)। তিনি ওই গ্রামের মজনু মিয়ার ছেলে। জুয়েল রাজমিস্ত্রির কাজ করতেন। এই ঘটনায় নিহত ব্যক্তির বাবা মজনু মিয়া বাদী হয়ে আজ শনিবার সকালে সখীপুর থানায় হত্যা মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জুয়েল আনুমানিক ১৪ বছর আগে ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের তাইজুদ্দিনের মেয়ে তানিয়া আক্তারকে বিয়ে করেন। তাঁদের এক মেয়ে ও দুই ছেলে আছে।

প্রতিবেশীদের ভাষ্য, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। গতকাল গভীর রাতে ঝগড়ার একপর্যায়ে স্ত্রী তানিয়া একটি লাঠি দিয়ে জুয়েল রানার মাথায় আঘাত করেন। এতে জুয়েল নিস্তেজ হয়ে পড়লে তানিয়া দিবাগত রাত একটার দিকে প্রতিবেশীদের ডেকে আনেন। প্রতিবেশীরা জুয়েলকে মৃত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) লিবাস চক্রবর্তী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে তানিয়াকে আটক করে থানাহেফাজতে নেওয়া হয়। লাশের সুরতহাল প্রতিবেদনে মাথায় তিনটি আঘাতের কথা উল্লেখ করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ আজ সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তানিয়াকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মৌলভীবাজারে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত

মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুর্লভপুর এলাকায় বাসচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর বিক্ষুব্ধ জনতা হবিগঞ্জ-সিলেট বাস মালিক সমিতির দুটি বাস ভাঙচুর করে সড়ক অবরোধ করে রাখেন। এতে প্রায় দেড় ঘণ্টা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ ছিল।

নিহতের নাম আল আমিন (২৫)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকার আবুল হোসেনের ছেলে।

আরো পড়ুন:

রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪

গোপালগঞ্জে পিকআপে বাসের ধাক্কা, আহত ২৫ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী হবিগঞ্জ এক্সপ্রেস পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আল আমিন মারা যান। আহত হন তিনজন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকার জিয়াউর রহমানের ছেলে আব্দুর রশিদ, মিন্নত আলীর ছেলে হযরত আলী ও আব্দুস শহীদের স্ত্রী মিনা বেগম।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আজিজ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ