১৭ থেকে ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ হকি। এই প্রতিযোগিতা এশিয়া কাপের বাছাইপর্বও। এএইচএফ কাপ হকি টুর্নামেন্টকে সামনে রেখে রোববার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।
যে দলের অধিনায়ক করা হয়েছে পুস্কর ক্ষিসা মিমোকে। মূল স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা হয়েছে ওবায়দুল হোসেন ও আবেদ উদ্দিনের। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ছয় খেলোয়াড়কে।
নানান কারণে এবারের হকি দল ছিল আলোচনায়। জাতীয় দল চূড়ান্ত হয়েছে কয়েক ধাপে। মওলানা ভাসানী স্টেডিয়ামে কয়েক দিন ক্যাম্প করার পর ৫ মার্চ ৩৩ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়। সেটা কমিয়ে ২৪ জনে আনা হয়। এরপর রোববার চূড়ান্ত স্কোয়াড দিয়েছেন কোচ আ ন ম মামুন উর রশিদ।
বাংলাদেশ দল: হুজাইফা হোসেন, রেজাউল করিম, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, আবেদ উদ্দিন, নাইম উদ্দিন, আল নাহিয়ান, রোমান সরকার, ফজলে হোসেন, পুস্কর ক্ষিসা মিমো (অধিনায়ক), আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, বিপ্লব কুজুর ও আবু সাঈদ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: হক
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
রূপগঞ্জে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার মাঝিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবারে দুপুরে গ্রেপ্তারকৃত শিক্ষককে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম উপজেলার আউখাবো এলাকার আব্বাস আলীর ছেলে। তিনি মাঝিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার বিকালে মাঝিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে অত্র স্কুলের শিক্ষক সিরাজুল ইসলাম কৌশলে একটি কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যায়।
পরে বাড়ীতে গিয়ে শিশুটি তার পরিবার ঘটনাটি জানালে পরিবারের পক্ষ থেকে রাতে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাযের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই অভিযুক্ত শিক্ষক সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে।