বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামার আগে নিজেদের প্রস্তুতি ভালোভাবেই সারছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ঘাম ঝরানো অনুশীলনের পর গতকাল তারা প্রস্তুতি ম্যাচেও প্রত‌্যাশিত ফল পেয়েছে।

স্কটল্যান্ড নারী ক্রিকেট দলকে ৫ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে দাপুটে পারফরম‌্যান্সে বড় জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে স্কটল্যান্ড ৭ উইকেটে ২৫১ রান করে। জবাবে ৪১.

৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচে জয় বরাবরই বাড়তি পাওয়া। ব্যাটিং-বোলিংয়ে নিজেদের কতটা ঝালিয়ে নিতে পারেন সেটাই বড় বিষয়। ব্যাট-বলের যে পারফরম‌্যান্স তাতে ভালো কিছু হয়েছে নিঃসন্দেহে বলা যায়।

আরো পড়ুন:

জিম্বাবুয়ে সিরিজে পরীক্ষা-নিরীক্ষা, তরুণদের সামনে সুযোগ

লাহোরকে চ্যাম্পিয়ন করানোর চ্যালেঞ্জ রিশাদের

বোলিংয়ে দলের সেরা ছিলেন রিতু মনি। ২২ রানে ২ উইকেট নেন তিনি। মারুফা আক্তার সমান রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। ব‌্যাটিংয়ে ফিফটি পেয়েছেন সোবহানা মোস্তারি। ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া, ফারজানা হক ৪৮, রিতু মনি ৩৪ ও ইসমা তানজিম ২৬ রান করেন।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে হবে আইসিসি উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু, পারেনি। তাই খেলতে হচ্ছে বাছাই পর্ব।

পাকিস্তানে ছয় দল নিয়ে বাছাই শুরু হবে আগামী বুধবার। ছয় দলের বাছাইয়ে শীর্ষ দুটি দল জায়গা করে নেবে আট দলের বিশ্বকাপে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে লাহোরে।

ঢাকা/ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রস ত ত ব শ বক প উইক ট

এছাড়াও পড়ুন:

অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’

নতুন অ্যালবাম প্রকাশ করেছে কক্সবাজারের তরুণদের গানের দল ‘পেনোয়া’। ১৩টি গান নিয়ে প্রকাশ করেছে নিজেদের প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’। এ অ্যালবামটি শোনা যাচ্ছে ইউটিউব, স্পটিফাই প্রভৃতি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো সরাসরি শোনাতে কনসার্টের উদ্যোগ নিয়েছে তারা। চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় হবে তিনটি কনসার্ট। যেখানে গানের সঙ্গে থাকবে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স, ব্যান্ডের সদস্যরা শোনাবে গানের গল্প।

আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪

২০ নভেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘অ্যালবাম কমপ্লিশন কনসার্ট’ শিরোনামের প্রথম আয়োজনটি হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। যেখানে থিয়েট্রিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে অ্যালবামের পেছনের অনেক গল্প জানতে পারবেন শ্রোতারা। দ্বিতীয় আয়োজনটি হবে ২৫ ডিসেম্বর কক্সবাজারে, আর শেষ কনসার্টটি হবে জানুয়ারির মাঝামাঝি, সম্ভাব্য ভেন্যু ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টার।

আয়োজনের পোস্টার

সম্পর্কিত নিবন্ধ

  • অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’