স্বরসতী নদীতে মিলল লুট হওয়া ১২ গ্যাস সেল
Published: 8th, April 2025 GMT
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে লুট হওয়া ১২টি গ্যাস সেল নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দির স্বরসতী নদী থেকে গ্যাস সেলগুলো উদ্ধার হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, “স্বরসতী নদীতে পানি কমে যাওয়ায় আজ সকালে সেখানে মাছ ধরতে যান কয়েকজন যুবক। এসময় তারা একটি পলিথিনে মোড়ানো গ্যাস সেল দেখতে পান। তারা বিষয়টি সলঙ্গা ও হাটিকুমরুল হাইওয়ে থানাকে জানান। পরে পুলিশ পাঠিয়ে গ্যাস সেলগুলো উদ্ধার করা হয়।”
তিনি আরো বলেন, “গত বছরের ৪ আগস্ট হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। উদ্ধার হওয়া গ্যাস সেলগুলো হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে লুট হওয়া গ্যাস সেল বলে ধারণা করা হচ্ছে। গ্যাস সেলগুলো ৩৮ এমএম সাইজের।”
আরো পড়ুন:
সাবেক ওসি মাজহারের স্ত্রীর ফ্ল্যাট জব্দের আদেশ
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনের পুকুরে কিশোরের লাশ
ঢাকা/অদিত্য/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।
কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এনটি/ইভা