নাটোরে গুলিবর্ষণের ঘটনায় এক নেতার নাম, তদন্ত করছে কেন্দ্রীয় ছাত্রদল
Published: 10th, April 2025 GMT
নাটোরের লালপুরে এক বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের মামলায় জেলা ছাত্রদলের এক নেতার নাম এসেছে। এ ঘটনা তদন্তে এক সদস্যের একটি কমিটি গঠন করেছে করছে ছাত্রদল। এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক শরীফ প্রধানকে। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গতকাল বুধবার এই তদন্ত কমিটি গঠন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সংগঠনের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো.
ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার নাটোরের লালপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তের জন্য কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধানকে দায়িত্ব দেওয়া হলো। তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হলো।
গত ১৬ ডিসেম্বর নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক বিএনপি নেতার বাড়িতে গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় হওয়া মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গত মঙ্গলবার জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালপুরের গৌরীপুর গ্রামের বাসিন্দা রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে লালপুর থানায় নেওয়া হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী ও পরিবারের লোকজন গিয়ে থানা থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে যান।
আসামি ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় সেই রাতেই বাগাতিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মানিক কুমার চৌধুরী বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে লালপুর থানায় মামলা করেন। মামলায় রুবেল উদ্দিনসহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। রাতে অভিযান চালিয়ে পুলিশ রুবেল উদ্দিনের বোন রুপা খাতুন (২৫) ও ফারজানা ইয়াসমিন (২০) এবং কদিমচিলান ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানাকে (৩১) গ্রেপ্তার করে সদর থানায় নিয়ে যায়। যৌথ বাহিনী গতকাল বিকেলে ঈশ্বরদী বিমানবন্দর এলাকা থেকে রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করেছে।
এই ঘটনা তদন্তের জন্য কেন্দ্রীয় ছাত্রদল কমিটি করেছে। এই তদন্ত কমিটির একমাত্র সদস্য ছাত্রদল নেতা শরীফ প্রধান শুভ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তিনি ইতিমধ্যে নাটোরের লালপুরের স্থানীয় অনেকের সঙ্গে ঘটনার বিষয়ে কথা বলেছেন। বিবদমান দুই পক্ষের নেতাদের সঙ্গে আজ সন্ধ্যার পর কথা বলবেন। সবার সঙ্গে কথা বলে যদি মনে হয় যে লালপুরে গিয়ে তদন্ত করা প্রয়োজন, তাহলে তিনি সেখানে গিয়ে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দেবেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ন দ র য় ছ ত রদল ছ ত রদল র তদন ত র
এছাড়াও পড়ুন:
পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি
পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করেছে সরকার।
বুধবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপ-কমিশনার রিয়াজ উদ্দিন আহম্মেদকে এপিবিএনে, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. নাজমুল ইসলামকে এপিবিএনে, এসবির পুলিশ সুপার এ এইচ এম ইয়াদুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, খুলনা পিটিসির পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে এপিবিএনে, কেএমপির উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামের এপিবিএনে, পিবিআইর পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে এসএমপি-তে এবং সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মাহামুদুল হাসানকে এসবিতে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে এসবিতে, এসএমপির উপ-কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরীকে সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, পুলিশ সদর দপ্তরের এআইজি মোল্লা আজাদ হোসেনকে ডিএমপিতে, পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগরকে ঢাকা আরআরআর-এ, বান্দরবান ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট তানভীর আহমদকে পুলিশ সদর দপ্তরে, বিএমপির উপ-কমিশনার মোহাম্মদ আবু বকর সিদ্দিককে সিএমপিতে এবং সিআইডির মো. মামুন অর রশিদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/রফিক