নাটোরের লালপুরে এক বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের মামলায় জেলা ছাত্রদলের এক নেতার নাম এসেছে। এ ঘটনা তদন্তে এক সদস্যের একটি কমিটি গঠন করেছে করছে ছাত্রদল। এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক শরীফ প্রধানকে। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গতকাল বুধবার এই তদন্ত কমিটি গঠন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সংগঠনের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো.

জাহাঙ্গীর আলম।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার নাটোরের লালপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তের জন্য কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধানকে দায়িত্ব দেওয়া হলো। তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হলো।

গত ১৬ ডিসেম্বর নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক বিএনপি নেতার বাড়িতে গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় হওয়া মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গত মঙ্গলবার জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালপুরের গৌরীপুর গ্রামের বাসিন্দা রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে লালপুর থানায় নেওয়া হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী ও পরিবারের লোকজন গিয়ে থানা থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে যান।

আসামি ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় সেই রাতেই বাগাতিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মানিক কুমার চৌধুরী বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে লালপুর থানায় মামলা করেন। মামলায় রুবেল উদ্দিনসহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। রাতে অভিযান চালিয়ে পুলিশ রুবেল উদ্দিনের বোন রুপা খাতুন (২৫) ও ফারজানা ইয়াসমিন (২০) এবং কদিমচিলান ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানাকে (৩১) গ্রেপ্তার করে সদর থানায় নিয়ে যায়। যৌথ বাহিনী গতকাল বিকেলে ঈশ্বরদী বিমানবন্দর এলাকা থেকে রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করেছে।

এই ঘটনা তদন্তের জন্য কেন্দ্রীয় ছাত্রদল কমিটি করেছে। এই তদন্ত কমিটির একমাত্র সদস্য ছাত্রদল নেতা শরীফ প্রধান শুভ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তিনি ইতিমধ্যে নাটোরের লালপুরের স্থানীয় অনেকের সঙ্গে ঘটনার বিষয়ে কথা বলেছেন। বিবদমান দুই পক্ষের নেতাদের সঙ্গে আজ সন্ধ্যার পর কথা বলবেন। সবার সঙ্গে কথা বলে যদি মনে হয় যে লালপুরে গিয়ে তদন্ত করা প্রয়োজন, তাহলে তিনি সেখানে গিয়ে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দেবেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ন দ র য় ছ ত রদল ছ ত রদল র তদন ত র

এছাড়াও পড়ুন:

বগুড়ায় বিএন‌পির সম্ভাব‌্য প্রার্থী যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে দলের গুলশানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষিত তালিকা অনুযায়ী দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করবেন। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে নির্বাচন করবেন।

বগুড়ায় সংসদীয় ৭টি আসনের মধ্যে ৬টির নাম প্রকাশ করা হয়েছে। বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসন থেকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম; বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আব্দুল মুহিত তালুকদার; বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন; বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসন থেকে বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মো. সিরাজ; বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাহাজানপুর) আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়েছে। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ওই আসনটি শরীক দলকে ছে‌ড়ে দেওয়া হতে পারে।

আরো পড়ুন:

ফুটবলার থেকে রাজনীতিক: বিএনপির মনোনয়ন পেলেন আমিনুল হক

বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা

বগুড়ার দুটি আসন থেকে তারেক রহমান এবং খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন এমন খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল করেছে।

ঢাকা/এনাম/বকুল

সম্পর্কিত নিবন্ধ