আইইউবিতে আলোকচিত্র প্রদর্শনী ‘এফ ইলেভেন সি শার্প: সিজন টু’ শেষ
Published: 10th, April 2025 GMT
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন দিনের জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘এফ ইলেভেন সি শার্প: সিজন টু’ শেষ হয়েছে। এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান আলোকচিত্রীরা অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে স্থান পায় তাঁদের ক্যামেরায় তোলা নানা মুহূর্ত, জীবনের সৌন্দর্য ও ব্যতিক্রমধর্মী গল্প।
গত মঙ্গলবার উৎসবের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম তামিম। এ সময় আরও উপস্থিত ছিলেন আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক জাকির হোসেন, ইনডিপেনডেন্ট ফটোগ্রাফি ক্লাবের কো–অর্ডিনেটর ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক রিফাত আরা এবং ডিভিশন অব স্টুডেন্ট অ্যাকটিভিটিজের প্রধান আতিফ মো.
দুটি ক্যাটাগরিতে সারা দেশ থেকে ১ হাজার ১৩৮ জন চিত্রগ্রাহকের তোলা ৭ হাজার ৪৫৬টি ছবি প্রদর্শনীর জন্য জমা পড়ে। এর মধ্যে ‘একক শ্রেণি’তে ৪৮টি এবং ‘ফটো স্টোরিজ’ শ্রেণিতে ৭টি ছবির গল্প প্রদর্শিত হয়।
৮ থেকে ১০ এপ্রিল আইইউবি ক্যাম্পাসে চলে প্রথম পর্ব। এরপর ১১ থেকে ১২ এপ্রিল জাতীয় শিল্পকলা একাডেমিতে চলবে দ্বিতীয় পর্ব। ১৮ এপ্রিল ইন্টারকন্টিনেন্টাল হোটেল অনুষ্ঠিত হবে প্রদর্শনীর তৃতীয় পর্ব। সব পর্বই সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ২০ এপ্রিল আইইউবিতে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিম লক রেখে কিস্তিতে স্মার্টফোন বিক্রির সুযোগ
অবশেষে সিমের সব স্লট ‘লক’ রেখে কিস্তিতে স্মার্টফোন বিক্রির সুযোগ পাচ্ছে দেশের মোবাইল অপারেটররা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল অপারেটরদের এ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত ২৭ অক্টোবর বিটিআরসির ৩০০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্তের বিবরণী অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হবে।