বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার ফুটবলার সামিত সোম অবশেষে জানিয়ে দিয়েছেন তিনি লাল-সবুজের জার্সিতে খেলতে চান। দীর্ঘদিন আলোচনার পর শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) নিজেই এ ইচ্ছা প্রকাশ করেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।

সামিতের ইতিবাচক সাড়া পেয়ে বাফুফে দ্রুতই তার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। সংবাদমাধ্যমকে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সামিত আমাদের জানিয়েছে, সে বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী। এখন সে জানতে চেয়েছে, পাসপোর্ট করার প্রক্রিয়াটা কীভাবে হবে, কত সময় লাগবে।’

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন, এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় প্রতিপক্ষ সিঙ্গাপুর। তার আগেই সামিতের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চায় বাফুফে। ফুটবলারটির এজেন্ট আমিত হাসান জানিয়েছেন, ‘আমরা আশাবাদী জুনেই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হবে সামিতের।’

সামিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায় হলেও তার বাবা মানস সোম ও মা নন্দিতা সোম বাংলাদেশের সিলেট অঞ্চল থেকে কানাডায় পাড়ি জমান। কানাডা প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসির হয়ে খেলা সামিত দেশটির জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ এবং বয়সভিত্তিক দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তবে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ না খেলায় ফিফার নিয়ম অনুযায়ী জাতীয় দল পরিবর্তনের সুযোগ রয়েছে তার।

বর্তমানে সামিতের জন্ম নিবন্ধন তৈরির কাজ চলছে। এজেন্ট আমিত হাসান জানিয়েছেন, ‘সামিতের বাবা-মা ১৯৯৩ সালের পর আর পাসপোর্ট রিনিউ করেননি। তাই তাদের এবং সামিতের নতুন পাসপোর্ট তৈরি করতে হবে। আশা করছি রবিবার, সোমবার বা মঙ্গলবারের মধ্যে জন্ম নিবন্ধন পেয়ে যাব। এরপরই সে কানাডায় বাংলাদেশের দূতাবাসে যাবে পাসপোর্ট করতে।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বগুড়ায় বিএন‌পির সম্ভাব‌্য প্রার্থী যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে দলের গুলশানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষিত তালিকা অনুযায়ী দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করবেন। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে নির্বাচন করবেন।

বগুড়ায় সংসদীয় ৭টি আসনের মধ্যে ৬টির নাম প্রকাশ করা হয়েছে। বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসন থেকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম; বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আব্দুল মুহিত তালুকদার; বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন; বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসন থেকে বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মো. সিরাজ; বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাহাজানপুর) আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়েছে। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ওই আসনটি শরীক দলকে ছে‌ড়ে দেওয়া হতে পারে।

আরো পড়ুন:

ফুটবলার থেকে রাজনীতিক: বিএনপির মনোনয়ন পেলেন আমিনুল হক

বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা

বগুড়ার দুটি আসন থেকে তারেক রহমান এবং খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন এমন খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল করেছে।

ঢাকা/এনাম/বকুল

সম্পর্কিত নিবন্ধ