নাটোরের লালপুরে চাঁদা না পেয়ে এক ব্যক্তিকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। এ সময় প্রকাশ্যে গুলি ছুড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে লালপুর উপজেলার বিলমাড়িয়া বাজার-সংলগ্ন নাগশোষা গ্রামে এ হামলা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, গত ১৬ এপ্রিল রাতে নাগশোষা গ্রামের আকবর সরদারের ছেলে মনি সরদার (৩২) একই গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে গোলাম কিবরিয়া কাজলের কাছে অস্ত্রের ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় কাজলের মা থানায় অভিযোগ করেন। এর জের ধরে শুক্রবার দুপুরে মনি সরদার ও তার সঙ্গে থাকা কয়েক ব্যক্তি কাজলকে মারধর করেন।

স্থানীয়রা কাজলকে উদ্ধারে এগিয়ে এলে মনি সরদার প্রকাশ্যে গুলি ছোঁড়েন। গুলিতে কেউ আহত না হলেও এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মনি সরদার দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন এলাকাবাসী। 

আহত গোলাম কিবরিয়া কাজলকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা।

লালপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোমিনুজ্জামান বলেছেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

ঢাকা/আরিফুল/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরদ র

এছাড়াও পড়ুন:

বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।

কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ