‘চৈত্রের কাফন’ অনন্য এক সংগীতসন্ধ্যা
Published: 20th, April 2025 GMT
‘কুহু কুহু প্রাণ কোকিলে ডাকে’, অর্ক সুমনের এই গান গেয়ে দর্শকের মন উদাস করে দিলেন শিল্পী প্রত্যুষ ফাগুন। তারপরই ‘মহীনের ঘোড়াগুলি’ থেকে ‘সেই ফুলের দল’, শ্রোতাদের মনে এক বিষণ্ন সন্ধ্যার সুর ছড়িয়ে দিলেন মীরা সুস্মিতা। তাঁদের গানে গানে রাজশাহীর পদ্মামঞ্চে শুক্রবার সংগীতসন্ধ্যাটি হয়ে উঠল অনন্য।
মূলত মহীনের ঘোড়াগুলি, চন্দ্রবিন্দু, অঞ্জন দত্ত, কবীর সুমন, রেনেসাঁ, ফিডব্যাক, ওয়ারফেজ, দলছুট, এলআরবি, নগর বাউল এবং বিশ্বসংগীতের কিংবদন্তি এলভিস প্রিসলি, দ্য বিটলস, বব ডিলানসহ বহু ওল্ড-স্কুল আইকনের প্রতি শ্রদ্ধা জানাতে ইসফার জাওয়াদ ও উতল সাদমান এই আয়োজন করেন। তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। রাত সাড়ে নয়টা পর্যন্ত টানা চলে অনুষ্ঠান। ১০০ টাকা দর্শনীর বিনিময়ে গান শুনতে এসেছিলেন দর্শকশ্রোতা। প্রতিটি গানেই তুমুল করতালি দিয়ে শিল্পীদের উৎসাহিত করেন দর্শকেরা। শেষ পর্যন্ত দর্শকের সঙ্গে ছিলেন শিল্পী ফাহাদ বিন মোস্তফা, মীরা সুস্মিতা, প্রত্যুষ ফাগুন, উতল সাদমান, নাফিউল, ইমন, সুদীপ্ত দাস, তন্ময় রায়, অর্জুন সূত্রধর, আকিব আল-জামি, সিফাত প্রমুখ।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে