ভিশন এআই অভ্যাস ও পছন্দ বিশ্লেষণ করে ব্যক্তিনির্ভর পরিষেবা দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তার ত্রিমাত্রিক বিনোদন জগৎকে যা সমৃদ্ধ অভিজ্ঞতায় পরিপূর্ণ করবে
বৈশ্বিক টিভি বাজারে ১৯তম বছরের মতো নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে প্রযুক্তি উদ্ভাবনী ব্র্যান্ড স্যামসাং ইলেকট্রনিকস। বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার বলছে, ২০২৪ সালে টিভির বাজারের ২৮.
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর জানালেন, বৈশ্বিক টিভি বাজারে ১৯ বছর ধরে টানা স্বীকৃতি অর্জন সত্যিই গর্বের। এমন অর্জন গ্রাহকের আস্থা ও বিশ্বাসের দৃষ্টান্ত। অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনে ভবিষ্যতের টিভি শিল্প খাতের সম্ভাবনা উন্মোচনে আমরা এখন কাজ করছি। বৈশ্বিকভাবে প্রিমিয়াম টিভি সেগমেন্টে (আড়াই হাজার মার্কিন ডলারের অধিক মূল্যের) স্যামসাং ব্র্যান্ডের বাজার অংশ ৪৯.৬ শতাংশ। আলট্রা লার্জ ক্যাটেগরিতে (৭৫ ইঞ্চি ও তার অধিক) অংশীদারিত্ব ২৮.৭ শতাংশ। স্যামসাং কিউলেড ও ওলেড সেগমেন্টে নিজেদের সেরাটা ধরে রেখেছে। কিউএলইডি বাজার অংশীদারিত্ব ৪৬.৮ শতাংশ আর ওএলইডিতে বাজার অংশীদারিত্ব ২৭.৩ শতাংশ। স্যামসাং ৮০ লাখের বেশি কিউএলইডি টিভি ইউনিট বিপণন করেছে। উল্লেখ্য, প্রথমবার কিউএলইডি টিভি মোট বৈশ্বিক টিভি বিপণনে ১০ শতাংশ অতিক্রম করেছে। যার মাধ্যমে বিশেষ সেগমেন্টে টিভি বিক্রির সংখ্যা বেড়েছে।
ওএলইডি সেগমেন্টে স্যামসাং ১০ লাখের বেশি ইউনিট টিভি বিক্রি করেছে। ফলে বার্ষিক বিক্রির হিসাবে ৪২ শতাংশ আর বাজার অংশীদারিত্ব ৪.৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা ওএলইডি প্রযুক্তির প্রতি ক্রেতার আগ্রহের দৃষ্টান্ত। ওএলইডি ক্যাটেগরিতে স্যামসাং ব্র্যান্ডের প্রযুক্তিগত উদ্ভাবনের কারণে ক্রেতার মধ্যে এমন ঘরানার টিভির চাহিদা বাড়ছে।
২০২৫ সালের কনজ্যুমার ইলেকট্রনিক প্রদর্শনীতে এআই প্রযুক্তির স্ক্রিন প্রযুক্তির যুগান্তকারী উদ্ভাবন ‘ভিশন এআই’
প্রদর্শন করেছে ব্র্যান্ডটি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
স্যামসাংয়ের কিউএলইডি টিভি ‘রিয়েল কোয়ান্টাম ডট ডিসপ্লে’ সার্টিফিকেশন পেয়েছে
জার্মানভিত্তিক আন্তর্জাতিক সার্টিফিকেশন সংস্থা টিইউভি রাইনল্যান্ড থেকে ‘রিয়েল কোয়ান্টাম ডট ডিসপ্লে’ সার্টিফিকেট অর্জন করেছে স্যামসাং কিউএলইডি টিভি। কোয়ান্টাম ডট সেমিকন্ডাক্টরের অতি ক্ষুদ্র অংশ, যা অধিকতর স্বচ্ছ ও বর্ণিল রং উৎপাদন করতে পারে। সেই সঙ্গে এর শতভাগ কালার ভলিউম স্ক্রিনে নীল রঙের আধিক্য কমিয়ে টেলিভিশন দেখার অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে।
এই প্রযুক্তির মাধ্যমে স্যামসাং কিউএলইডি টিভি স্ক্রিনের সব দিকে সমান উজ্জ্বলতা নিশ্চিত করে। ফলে যেকোনো দিক থেকে পর্দায় রঙের কোনো তারতম্য ছাড়াই টিভি দেখা যায়। উল্লেখ্য, এই প্রযুক্তি প্যান্টন ও ভিডিই অনুমোদিত। ২০২৫ সালে বাংলাদেশের বাজারে আসা নতুন কিউ৮এফ ও ইউ৭এফ কিউএলইডি ফোর-কে মডেলগুলোও এই সার্টিফিকেশন অর্জন করেছে।
স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘স্যামসাংয়ে আমরা সব সময় আমাদের গ্রাহকদের টিভি দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করার জন্য কাজ করে যাচ্ছি। এই সার্টিফিকেশন প্রমাণ করে যে কোয়ান্টাম ডট প্রযুক্তির মাধ্যমে তৈরি কিউএলইডি টিভিগুলো ছবির সর্বোচ্চ মান নিশ্চিত করে। স্যামসাংই একমাত্র টিভি ব্র্যান্ড, যেটি এই বৈশ্বিক স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে।’
শাহরিয়ার বিন লুৎফর আরও বলেন, ‘গ্রাহকের চাহিদার বিবেচনা করে স্যামসাং এবার কিউএলইডির ৪৩ থেকে ৮৫ ইঞ্চি পর্যন্ত পুরো লাইনআপ বাজারে এনেছে। আমাদের ২০২৫ সালে বাজারে আসা টিভিগুলো বাংলাদেশের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা ভীষণ গর্বিত।’
আরেকটি বৈশ্বিক যাচাইকরণ সংস্থা জেনারেল সোসাইটি অব সার্ভিল্যান্স (এসজিএস) থেকেও স্যামসাংয়ের কোয়ান্টাম ডট প্রযুক্তি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এই পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে স্যামসাংয়ের টিভিগুলো ক্যাডমিয়ামমুক্ত ও পরিবেশবান্ধব। ক্ষতিকর ভারী ধাতু অপসারণের মাধ্যমে স্যামসাং দেখিয়েছে যে উদ্ভাবন ও স্থায়িত্ব একসঙ্গেই চলতে পারে।