পুঁজিবাজারে শৃঙ্খলা অক্ষুণ্ন রাখার আহ্বান ডিবিএর
Published: 23rd, April 2025 GMT
পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে শৃঙ্খলা এবং বিনিয়োগের পরিবেশ অক্ষুণ্ন রাখতে ব্রোকারেজ হাউজগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ)।
বুধবার (২৩ এপ্রিল) ডিবিএর সেক্রেটারি মো. দিদারুল গনী স্বাক্ষরিত বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।
এদিকে, পুঁজিবাজারে ধারাবাহিক পতনের প্রতিবাদে বুধবার দুপুরে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এ কর্মসূচি সফল করতে ব্রোকারেজ হাউজগুলোর কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতে ডিবিএর পক্ষ থেকে ব্রোকারেজ হাউজগুলোর এমডি ও চেয়ারম্যানের উদ্দেশ্যে এ সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
ডিবিএর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ডিবিএর পরিচালনা পর্ষদ কর্তৃক আদিষ্ট হয়ে সকল সম্মানিত সদস্যদের বিনীত অনুরোধ করা যাচ্ছে যে, পুঁজিবাজার ও বিনিয়োগকারীর বৃহত্তর স্বার্থে বাজারের শৃঙ্খলা ও বিনিয়োগের পরিবেশ বিনষ্টকারী সব ধরনের কার্যক্রম থেকে বিরত থেকে সকলকে পেশাদারিত্বের সাথে কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা যাচ্ছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) পুঁজিবাজারের সদস্য ব্রোকারেজ হাউজগুলোতে পাঠানো বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অত্যন্ত দুঃখের সাথে আপনাকে জানাচ্ছি যে, পুঁজিবাজারে প্রতিদিন যেভাবে রক্তক্ষরণ হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এভাবে চলতে থাকলে পুঁজিবাজার নামে যে সেক্টরটি রয়েছে, তা মাটির সাথে মিশে যাবে। এখানে সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা নিঃস্ব হয়ে যাবেন। এমনকি পুঁজিবাজারে সাথে যারা বেশি জড়িত—মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, আবার কতগুলো বন্ধ হওয়ার পথে। চাকরি হারাচ্ছেন অনেক কর্মচারী-কর্মকর্তা। চাকরি থেকে তাদেরকে ছাঁটাই করা কোনো সমাধান নয়। আপনারা যদি সোচ্চার হন, তাহলেই কেবল এই পুঁজিবাজারের উন্নতি সম্ভব। তাই, অনতিবিলম্বে বিনিয়োগকারী, প্রতিষ্ঠান ও নিজের স্বার্থে ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করার অনুরোধ জানাচ্ছি। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে মতিঝিলের শাপলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। ওই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে আপনাদের প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা এবং কর্মচারী প্রেরণ করে আমাদের বিক্ষোভ কর্মসূচিকে সফল করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
ঢাকা/এনটি/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব র ক র জ হ উজগ ল অন র ধ ড ব এর
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা নীলফমারী জেলা বিএনপি’র সাবেক সভাপতি, নীলফমারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ এপ্রিল) সাড়ে ৫ টার দিকে আদমজী চাষাড়া সড়কে ইপিজেড এর সামনে নারায়ণগঞ্জে বসবাসরত রংপুর বিভাগীয় বিএনপি সমর্থক গোস্ঠীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, রংপুর বিভাগ তরুণ দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক এস, এম খোরশেদ আলম, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের সদস্য সচিব আরিফ মুন্সী, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন ভূঁইয়া, নীলফামারী জেলা তাঁতী দলের সদস্য মোঃ খোকা, লালমনিরহাট জেলা তাঁতি দলের সদস্য আশরাফ আহমেদ খান, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সদস্য নিতাই সরকার ,সঞ্চালনায় জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা জাসাস, ও এলাকাবাসী।
তারা সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী হইতে বিক্ষোভ মিছিল পরিচালনা শুরু করেন এবং আদমজী ইপিজেড এর সামনে অবস্থান করেন।
এসময় মানববন্ধনে নারায়ণগঞ্জে বসবাসরত রংপুর বিভাগীয় বিএনপি সমর্থক গোস্ঠী নেতারা বলেন, এই দায়েরকৃত মিথ্যা মামলার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে।
আমরা অন্তবর্তী সরকারের কাছে এই মামলা সঠিক তদন্তের মাধ্যমে নীলফমারী জেলা বিএনপি’র সাবেক সভাপতি, নীলফমারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তির দাবি জানাই।
বক্তারা আরো বলেন, এটি একটি ষড়যন্ত্র মূলক মামলা তাকে মিথ্যা আসামী বানিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়। আমরা চাই দ্রুত যেন তার মুক্তি দেওয়া হয়।