কুমিল্লার তিতাস উপজেলায় নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ নেতা–কর্মী আহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে একই ইউনিয়নের কাছারি বাজারসংলগ্ন গোমতী নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

হামলায় উল্লেখযোগ্য আহত ব্যক্তিরা হলেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, বর্তমান আহ্বায়ক ও সভাপতি প্রার্থী জহিরুল ইসলাম (৫২), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল রানা (৩০), জহিরুলের ভাগিনা কাউছার আহমেদ (৩৬), আল আমিন (৪২) প্রমুখ। রাসেল ছাড়া অন্যদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য রাসেলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার প্রসঙ্গে নারান্দিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে ট্রলারে রওনা দেন জহিরুল। আসমানিয়া বাজারসংলগ্ন ঘাটে পৌঁছালে ট্রলারে থাকা নেতা–কর্মীদের ওপর হামলা চালান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও একই ইউনিয়ন বিএনপি কমিটির সভাপতি প্রার্থী মাইন উদ্দিন খসরুর সমর্থকেরা।
জহিরুল ইসলামের দাবি, তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁর সমর্থকদের ওপর হামলা চালান প্রতিপক্ষ সভাপতি প্রার্থী মাইন উদ্দিন ও তাঁর সমর্থকেরা। এ হামলার বিচার চান তিনি।

এ অভিযোগের বিষয়ে জানতে মাইন উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হয়। তবে সেটি বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়াও এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ঘটনায় থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি বলে জানান তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

শহিদ উল্লাহ। তিনি বলেন, হামলার বিষয়টি সাংগঠনিকভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে জেনেছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’

ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা আরিফা পারভীন মৌসুমী। সোমবার (৩ নভেম্বর) ৫২ বছর বয়স পূর্ণ করলেন এই অভিনেত্রী। বিশেষ এই দিনে দেশে নেই, সন্তানদের সঙ্গে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। 

মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও বাংলাদেশে অবস্থান করছেন তার স্বামী ওমর সানী। সোমবার (৩ নভেম্বর) সকালে চিত্রনায়ক ওমর সানী কয়েকটি ছবি তার ফেসবুকে পোস্ট করে স্ত্রীকে ভালোবাসার বার্তা দিয়েছেন।  

আরো পড়ুন:

মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর

তারকাদের ব্যাংক হিসাব জব্দ

এসব ছবির ক্যাপশনে ওমর সানী লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব, আর যারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা নিউজ করে ওরা হচ্ছে…। শুভ জন্মদিন।” 

জন্মদিনের প্রথম প্রহর থেকে ভক্ত-অনুরাগীরা প্রিয় অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন। ওমর সানীর এই পোস্টে নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমীকে।  

চিত্রনায়িকা মুনমুন লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, প্রিয় অভিনেত্রী মৌসুমী আপা।” শাহনূর লেখেন, “শুভ জন্মদিন আপু।” আইরিন সুলতানা লেখেন, “শুভ জন্মদিন।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।  

১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে কাজের সুযোগ পান। 

চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটিবদ্ধ হন এ অভিনেত্রী। প্রথম সিনেমাতে নিজেদের মেধার জানান দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করে নেন। তারপর তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী। 

নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই অভিনেত্রী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ