গোল করতে আগে গোল মিস করা শিখতে হয়। রাফিনিয়া এই কাজে রীতিমতো ওস্তাদতুল্য। চোখ বন্ধ করে বার্সেলোনার এই উইঙ্গারকে নিয়ে ভাবলে এই ছবিটাই তো সবার আগে ভেসে ওঠে। পোস্টের আশপাশ দিয়ে বুলেটগতির সব শট গিয়ে জমছে গ্যালারিতে। গোলকিপারও এমন ভাবলেশহীনভাবে বল কুড়িয়ে আনেন যেন এটাই তো হওয়ার কথা ছিল!

রাফিনিয়া ফ্রি–কিক কিংবা হেডেও অত ভালো না। কিন্তু এরপরও রাফিনিয়াকে যদি বলা হয়, অনন্তকাল ধরে চলা ম্যাচে তাঁকে অনন্তকাল দৌড়াতে হবে, তাহলে তিনি সেটাই করবেন। মানে, ক্লান্তিতে ঢলে পড়ার আগপর্যন্ত তাঁর দৌড় থামবে না। এই দৌড়ের ফাঁকেই মিস করবেন এবং সেই মিস ভুলে আবারও আক্রমণ করবেন।

আরও পড়ুনসেয়ানে সেয়ানে টক্করে বার্সা ও ইন্টারের কে কত নম্বর পেলেন১ ঘণ্টা আগে

রাফিনিয়া তো আর খাঁটি স্ট্রাইকার নন, খাঁটি উইঙ্গার। তাঁর কাজই দৌড়ানো, এটার বাইরে রাফিনিয়া নিজেকে ঘষেমেজে অতিরিক্ত যে দুটি কাজ ভালোভাবে শিখেছেন, গোল করা এবং করানো। হ্যাঁ, গোল মিস করতে করতেই গোল করা শিখেছেন রাফিনিয়া। আর যিনি গোল করতে পারেন, তিনি করাতেও পারেন।

কাল রাতে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে বার্সেলোনা–ইন্টার মিলানের প্রথম লেগের কথা আরেকবার মনে করুন। ৩৮ মিনিটে ফেরান তোরেসের গোলের প্রথমবারের মতো সমতায় ফেরে বার্সা। পেদ্রির পাস বক্সের বাঁ প্রান্তে পেয়ে রাফিনিয়া ইচ্ছে করলেই নিজে গোল করার চেষ্টা করতে পারতেন। আগের দিনগুলোয় যেমন ছিলেন আরকি। কিন্তু মানুষ দিনে দিনে যেমন পরিণত হয়, তেমনি খেলোয়াড়েরাও। রাফিনিয়া নিঃস্বার্থ হেডে বল ফেলেছেন বক্সের মধ্যে, তোরেস সেখান থেকে গোল করেছেন।

বার্সার গোলের পর রাফিনিয়ার উদ্‌যাপন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ ল কর ম স কর

এছাড়াও পড়ুন:

‘ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে টটেনহাম ছাড়ার ঘোষণা সনের

টটেনহাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির অধিনায়ক সন হিউং-মিন। এই গ্রীষ্মেই অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগেই উত্তর লন্ডনের ক্লাবটি ছাড়েন তিনি। দীর্ঘ এক দশক পর টটেনহাম ছাড়বেন দক্ষিণ কোরিয়ান এ ফরোয়ার্ড।

বায়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহামে যোগ দেন ৩৩ বছর বয়সী সন। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ খেলার পথে ইউরোপা লিগ জিতেছেন। ২০১৯ সালে উঠেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। সিউলে প্রাক্‌–মৌসুম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টটেনহাম ছাড়ার ঘোষণা দেন সন।

আরও পড়ুনধর্ষণের অভিযোগে হাকিমির বিচার দাবি ফরাসি কৌঁসুলিদের১ ঘণ্টা আগে

সন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে বলতে চাই, এই গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে ক্লাবও আমাকে সম্মানের সঙ্গে সহায়তা করছে।’
টটেনহামের ইতিহাসেই অন্যতম সেরাদের একজন সন। ক্লাবটির হয়ে ১৭৩ গোল করা সন গত মে মাসে ইউরোপা লিগ জিতলেও মৌসুমটা তাঁর ভালো কাটেনি। চোটে পড়েছেন কয়েকবার এবং ফর্মও খুব একটা ভালো ছিল না।

সংবাদ সম্মেলনে আবেগাক্রান্ত হয়ে পড়েন সন

সম্পর্কিত নিবন্ধ