সুরা নাজিআত পবিত্র কোরআনের ৭৯তম সুরা। এই সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে। মানুষের মনে আখিরাতের প্রতি বিশ্বাস আনা এই সুরাটির মূল শিক্ষা। এই পৃথিবী, আকাশ ও মানুষের সৃষ্টির পেছনে যে মহান আল্লাহর কুশলী হাত ক্রিয়াশীল এবং তাঁরই প্রদত্ত নিয়ম-শৃঙ্খলা মেনে চলছে; আবার তাঁরই ইচ্ছায় একদিন সব ভেঙে পড়বে ও আল্লাহর সামনে সবাইকে উপস্থিত করা হবে। নানা ভঙ্গিতে ও নানা যুক্তিতে মানুষের মধ্যে এই বিশ্বাস জাগিয়ে তোলা হয়েছে। পরকালের প্রতি বিশ্বাসই পারে মানুষকে সকল পাপাচার থেকে মুক্ত থেকে পবিত্র জীবন-যাপন করাতে।
১ থেকে ২ আয়াতে পাঁচটি গুণবিশিষ্ট সত্তার কসম খাওয়া হয়েছে। ফেরেশতারাও অদৃশ্য এবং কিয়ামত সংঘটন ও বেহেশত-দোজখও অদৃশ্য। অথচ আরবের লোকেরা ফেরেশতাদের অস্তিত্ব স্বীকার করতো। ৩ থেকে ৫ আয়াতে বিশ্বব্যবস্থা পরিচালনায় ফেরেশতারা নিয়োজিত আছেন। তাঁরা আল্লাহর সব হুকুম পালনে অত্যন্ত নিষ্ঠাবান। ৬ থেকে ১৪ আয়াতে আল্লাহপাকের নির্দেশে ইসরাফিল (আ.
১৫ থেকে ২৬ আয়াতে বলা হয়েছে, আরবের লোকেরা মুহাম্মদ (সা.)-এর সঙ্গে বিরুদ্ধাচরণ করেছে এটা নতুন নয়, তেমনি আগের নবীদের সঙ্গেও লোকেরা একই আচরণ করেছিল। উদাহরণস্বরূপ এখানে মুসা (আ.) কাহিনি উল্লেখ করা হয়েছে। হেদায়াত দানের লক্ষ্যে আল্লাহ মুসা (আ.)-কে নবুওয়াত দানের পর তাঁকে পাঠান ফেরাউনের কাছে। সে সমাজে জাদুর ব্যাপক প্রচলন ছিল। আল্লাহ মুজিজা হিসেবে মুসা (আ.)-কে একটি লাঠি দান করেন। যা ছেড়ে দিলে বিশাল সাপে পরিণত হয়। ফেরাউন মুসা (আ.)-কে নবী মানতে অস্বীকার করে। সীমালঙ্ঘনের কারণে আল্লাহ ফেরাউনকে দুনিয়াতেই অপদস্থ ও ধ্বংস করেছেন। আখেরাতে ভয়াবহ শাস্তি তো রয়েছেই। ফেরাউনের করুণ পরিণতি দুনিয়াবাসীর জন্য একটি শিক্ষা হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন। ২৭ থেকে ৩৫ আয়াতে পরকাল বিষয়ে আলোচনা করা হয়েছে। ৩৪ থেকে ৩৬ আয়াতে মানুষের জন্য আল্লাহর নেয়ামত স্মরণ করে দেওয়ার পরই কেয়ামত সংঘটনের কথা বলা হয়েছে।
আরও পড়ুনসুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত০৭ মার্চ ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: আল ল হ
এছাড়াও পড়ুন:
‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা আরিফা পারভীন মৌসুমী। সোমবার (৩ নভেম্বর) ৫২ বছর বয়স পূর্ণ করলেন এই অভিনেত্রী। বিশেষ এই দিনে দেশে নেই, সন্তানদের সঙ্গে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী।
মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও বাংলাদেশে অবস্থান করছেন তার স্বামী ওমর সানী। সোমবার (৩ নভেম্বর) সকালে চিত্রনায়ক ওমর সানী কয়েকটি ছবি তার ফেসবুকে পোস্ট করে স্ত্রীকে ভালোবাসার বার্তা দিয়েছেন।
আরো পড়ুন:
মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর
তারকাদের ব্যাংক হিসাব জব্দ
এসব ছবির ক্যাপশনে ওমর সানী লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব, আর যারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা নিউজ করে ওরা হচ্ছে…। শুভ জন্মদিন।”
জন্মদিনের প্রথম প্রহর থেকে ভক্ত-অনুরাগীরা প্রিয় অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন। ওমর সানীর এই পোস্টে নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমীকে।
চিত্রনায়িকা মুনমুন লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, প্রিয় অভিনেত্রী মৌসুমী আপা।” শাহনূর লেখেন, “শুভ জন্মদিন আপু।” আইরিন সুলতানা লেখেন, “শুভ জন্মদিন।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।
১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে কাজের সুযোগ পান।
চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটিবদ্ধ হন এ অভিনেত্রী। প্রথম সিনেমাতে নিজেদের মেধার জানান দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করে নেন। তারপর তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী।
নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই অভিনেত্রী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ঢাকা/শান্ত