পরকীয়ার অভিযোগে স্ত্রীসহ নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন
Published: 8th, May 2025 GMT
লক্ষ্মীপুরের রায়পুরে পরকীয়ার অভিযোগে স্ত্রীসহ নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছেন এক ব্যবসায়ী। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের চরপক্ষী গ্রামে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- চরপক্ষী গ্রামের আব্দুর মান্নানের ছেলে ব্যবসায়ী নুরুল আলম (৪৫) ও তার স্ত্রী একই ইউনিয়নের গাইয়ারচর এলাকার আব্দুল হামিদের মেয়ে রহিমা বেগম (৩০)।
নুরল আলম জানান, কয়েক বছর আগে রহিমাকে বিয়ে করেন তিনি। এটি দুজনরই দ্বিতীয় বিয়ে। বিয়ের পর প্রায় নয় লাখ টাকা ধারদেনা চরে দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। এই সুযোগে দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের কানিবগার চরের কাদির শিকদারের সঙ্গে তার স্ত্রী রহিমা ‘পরকীয়ায়’ জড়িয়ে পড়েন। ২০২৪ সালে ২২ জুলাই দোকান থেকে ফিরে তিনি কাদির ও রহিমাকে একা ঘরে দেখতে পান। এ ঘটনা তিনি রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরও জানান। কিন্তু, কোনো সুরাহা হয়নি।
আরো পড়ুন:
নিজ গ্রামে এএসপি পলাশ সাহার শেষকৃত্য
সিরাজগঞ্জে ‘স্পিরিট’ পানে দুই জনের মৃত্যু
নুরুল আলম বলেন, “কোথাও বিচার না পেয়ে প্রচণ্ড রাগ হয়েছিল। দুপুরে বাড়িতে এসে দেখি কাদিরসহ তার লোকজন বসে আছে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাগে-ক্ষোভে রহিমার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছি। নিজের গায়েও আগুন দিয়েছি।”
রহিমার ভাগনি লুবনা আক্তার বলেন, “পেট্রোল ঢেলে আমার খালার শরীরে আলম আগুন লাগিয়ে দেয়। এ সময় ধস্তাধস্তি করায় খালার শরীরের আগুন আলমের গায়েও লাগে। তবে, কী কারণে আগুন লাগানো হয়েছে তা জানি না।”
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, “দগ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে, নারীর শরীরের প্রায় ৫০ শতাংশ ও পুরুষের প্রায় ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।”
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগেই, দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/লিটন/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন হত ব যবস
এছাড়াও পড়ুন:
‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা আরিফা পারভীন মৌসুমী। সোমবার (৩ নভেম্বর) ৫২ বছর বয়স পূর্ণ করলেন এই অভিনেত্রী। বিশেষ এই দিনে দেশে নেই, সন্তানদের সঙ্গে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী।
মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও বাংলাদেশে অবস্থান করছেন তার স্বামী ওমর সানী। সোমবার (৩ নভেম্বর) সকালে চিত্রনায়ক ওমর সানী কয়েকটি ছবি তার ফেসবুকে পোস্ট করে স্ত্রীকে ভালোবাসার বার্তা দিয়েছেন।
আরো পড়ুন:
মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর
তারকাদের ব্যাংক হিসাব জব্দ
এসব ছবির ক্যাপশনে ওমর সানী লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব, আর যারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা নিউজ করে ওরা হচ্ছে…। শুভ জন্মদিন।”
জন্মদিনের প্রথম প্রহর থেকে ভক্ত-অনুরাগীরা প্রিয় অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন। ওমর সানীর এই পোস্টে নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমীকে।
চিত্রনায়িকা মুনমুন লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, প্রিয় অভিনেত্রী মৌসুমী আপা।” শাহনূর লেখেন, “শুভ জন্মদিন আপু।” আইরিন সুলতানা লেখেন, “শুভ জন্মদিন।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।
১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে কাজের সুযোগ পান।
চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটিবদ্ধ হন এ অভিনেত্রী। প্রথম সিনেমাতে নিজেদের মেধার জানান দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করে নেন। তারপর তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী।
নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই অভিনেত্রী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ঢাকা/শান্ত