জবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ
Published: 14th, May 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সরকারি তিতুমীর কলেজে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৪ মে) সন্ধ্যা ৭টায় কলেজের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।
এ সময় তাদের ‘জগন্নাথে হামলা কেন?, ইন্টারিম জবাব চাই’, ‘শিক্ষক লাঞ্ছিত কেন?, ইন্টারিম জবাব চাই’, ‘শিক্ষার সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘শিক্ষা সংস্কার, এখনই দরকার’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
আরো পড়ুন:
শ্রমিক সরবরাহ নিয়ে বিরোধে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার অভিযোগ
নাসিক ভবনে অটোরিকশাচালকদের হামলার অভিযোগ
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পুলিশ বর্বর হামলা চালিয়েছে। যদি আবারো শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা হয়, তাহলে হাসিনার মতো অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও শিক্ষার্থীরা রুখে দাঁড়াবে।
এ সময় শিক্ষার্থীরা সরকারকে অনতিবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।
আবাসন সমস্যার সমাধানসহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা পদযাত্র করলে পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছেন।
ঢাকা/হাফছা/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।
কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এনটি/ইভা