টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
Published: 17th, May 2025 GMT
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শামছুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে টুঙ্গিপাড়া থানা পুলিশ টুঙ্গিপাড়া উপজেলার পার্শ্ববর্তী রাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শামছুল হক টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের সিরাজ শেখের ছেলে।
টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হককে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
ওসি গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুনিয়া বাজার থেকে সরকার নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি খোরশেদ আরও বলেন, তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত হোসেন দিদার হত্যা, টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি। আজ শনিবার আদালতের মাধ্যমে শামছুল হককে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
‘শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আরো ১০ হাজার মানুষ হত্যায় প্রস্তুত ছিলেন’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “শেখ হাসিনা একজন রাক্ষসী। তার নির্দেশেই ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে বহু নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে।’’
রিজভী বলেন, ‘‘তিনি চেয়েছিলেন, প্রয়োজনে আরো ১০ হাজার মানুষ মারা যাক—তবুও তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে থাকতে চান।”
শনিবার (১৭ মে) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া স্কুল মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
দানব আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকাতে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী
বিএনপির বর্ধিত সভায় ঐক্যের ডাক, ভোটের জোর প্রস্তুতিতে চোখ
অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, “তথাকথিত সংস্কারের নামে সরকার নির্বাচন পিছিয়ে দিচ্ছে। দেশের মানুষ একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। কিন্তু, সরকার জনগণের সেই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী প্রমুখ।
ঢাকা/হৃদয়/রাজীব