মৌসুম শেষে বেনফিকা ছাড়ার ঘোষণা দিয়েছেন আনহেল দি মারিয়া। আর্জেন্টিনার ৩৭ বছর বয়সী এই তারকা কাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদায়ী বার্তায় দি মারিয়া লিখেছেন, ‘এই জার্সি পরে চ্যাম্পিয়নশিপে (পর্তুগিজ লিগে) এটিই ছিল আমার শেষ ম্যাচ। আমি গর্বিত যে আবার এটি পরতে পেরেছি। এখনো একটি ফাইনাল (পর্তুগিজ কাপ) বাকি। রোববার (২৫ মে) আমরা সেটি জয়ের জন্য উল্লাস ও উদ্দীপনা নিয়ে মাঠে নামব। সব সময় যেমন একসঙ্গে ছিলাম, এবারও থাকব। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।’

গত রাতে পর্তুগিজ লিগ মৌসুমের শেষ দিনে শিরোপার মীমাংসা হয়েছে। সমান ৭৯ পয়েন্ট নিয়ে কাল নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছিল শীর্ষ দুই দল স্পোর্তিং লিসবন ও বেনফিকা।

স্পোর্তিং ২-০ গোলে হারিয়েছে ভিতোরিয়া গিমারাইসকে, বেনফিকা ১-১ গোলে ড্র করেছে ব্রাগার সঙ্গে। ফলে ৮২ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছে স্পোর্তিং। ৮০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ও দি মারিয়ার দল বেনফিকা।

লিগ জিততে না পারায় হতাশাও প্রকাশ করেছেন দি মারিয়া, ‘চ্যাম্পিয়নশিপে (পর্তুগিজ লিগে) আমরা যেমন ফল চেয়েছিলাম, তা পাইনি। আমরা লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছি। এমন দীর্ঘ একটি বছর (মৌসুম) এভাবে শেষ হওয়া সত্যিই কষ্টদায়ক।’

আরও পড়ুনআর্জেন্টিনাকে বিদায় বলা দি মারিয়া বেনফিকায় কত বেতন পান০৮ মে ২০২৫

২০০৭ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে দিয়েই ইউরোপে যাত্রা শুরু হয়েছে দি মারিয়া। প্রথম মেয়াদে সেখানে কাটিয়েছেন তিন মৌসুম। এরপর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও জুভেন্টাস মিলিয়ে ১৩ বছর কাটিয়ে ২০২৩ সালে ফেরেন বেনফিকায়।

দ্বিতীয় মেয়াদে বেনফিকার সঙ্গে এক বছরের চুক্তি করেছিলেন দি মারিয়া। গত বছরের আগস্টে চুক্তির মেয়াদ বাড়ান এ বছরের জুন পর্যন্ত। সেটি আর নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়ায় মৌসুম শেষে ফ্রি এজেন্ট (মুক্ত খেলোয়াড়) হয়ে যাবেন আর্জেন্টিনার হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতা এই ফরোয়ার্ড। এরপর কোথায় যেতে পারেন, সেই ইঙ্গিত অবশ্য দেননি।

আগামী রোববার পর্তুগিজ লিগ চ্যাম্পিয়ন স্পোর্তিং লিসবনের বিপক্ষেই পর্তুগিজ কাপ ফাইনালে খেলবে বেনফিকা। ঘোষণা অনুযায়ী ক্লাবটির জার্সিতে সেটিই দি মারিয়ার শেষ ম্যাচ হতে যাচ্ছে।

যদিও বেনফিকার সঙ্গে দি মারিয়ার চুক্তির মেয়াদ ফুরাবে আগামী ৩০ জুন। এই সময়ের মধ্যে ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে তারা। ম্যাচ তিনটিতে তাদের প্রতিপক্ষ বোকা জুনিয়র্স, অকল্যান্ড সিটি ও বায়ার্ন মিউনিখ। সিদ্ধান্ত না পাল্টালে ক্লাব বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

বেনফিকার হয়ে পাঁচটি ট্রফি জিতেছেন দি মারিয়া.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ত গ জ ল গ

এছাড়াও পড়ুন:

রাঙামাটিতে ভেঙে ফেলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য

রাঙামাটি শহরের উপজেলা পরিষদের সামনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে। আজ শুক্রবার বিকেলে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি থেকে ভাস্কর্যটি ভেঙে ফেলার ঘোষণা দেওয়া হয়। এরপর বিকেলে এটি ভাঙা শুরু হয়। এর আগে গত মঙ্গলবার দুপুরে এক বিক্ষোভ মিছিল থেকে শেখ মুজিবুর রহমানের মূর্তি অপসারণের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল।

আজ বেলা তিনটার দিকে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে শহরের ভেদভেদী বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর উপজেলা প্রশাসনের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। কর্মসূচি থেকে পাশে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ৩১ ফুট উঁচু ভাস্কর্য ভেঙে ফেলার ঘোষণা দেওয়া হয়। পরে বিকেলে সাড়ে পাঁচটার দিকে ১০ থেকে ১৫ জন শ্রমিক দিয়ে ভাস্কর্য ভেঙে ফেলার কাজ শুরু করা হয়। এ সময় আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।

বিশাল ভাস্কর্যটির মাথা আগে থেকেই ত্রিপল দিয়ে ঢেকে রাখা ছিল। এরপর শ্রমিকেরা বেদিতে দাঁড়িয়ে ভাস্কর্যের পায়ের কাছে আঘাত করা শুরু করেন। বড় বড় হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টার পর আনা হয় ড্রিল মেশিন ও বৈদ্যুতিক কাটার। দুটি যন্ত্রের সাহায্যে চলতে থাকে ভাস্কর্য ধ্বংসের কাজ। সন্ধ্যা সাতটা পর্যন্ত ভাস্কর্যের ৪০ থেকে ৫০ শতাংশ ভাঙা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সন্ধ্যা ছয়টার দিকে গিয়ে দেখা যায়, রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সদর উপজেলা পরিষদের সামনে অর্ধশত তরুণ ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন। ১০ থেকে ১৫ জন শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করছেন। মূর্তি ভাঙার দৃশ্য মুঠোফোনে ধারণ করছিলেন শত শত মানুষ। কোনো বাধা ছাড়াই এভাবে ভাস্কর্যটি ভেঙে ফেলা হচ্ছে।

ভেঙে ফেলা হচ্ছে রাঙামাটি উপজেলা পরিষদের সামনে অবস্থিত ৩১ ফুট উঁচু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। এর আগে গত আগস্ট মাসে ভাস্কর্যের মাথা ঢেকে দেওয়া হয়েছিল। আজ সন্ধ্যা ছয়টায় তোলা

সম্পর্কিত নিবন্ধ

  • ম্যাচ কমানোর শর্তে পাকিস্তান সফরে যেতে রাজি লিটনরা
  • সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন নয়: মুজিবুর রহমান
  • ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে সোমবার ফোন করবেন ট্রাম্প
  • আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম, সম্পাদক রফিকুল
  • ফেসবুকে প্রতারণা: ৮৫ ভরি স্বর্ণালংকারসহ ৩ জন গ্রেপ্তার
  • ৫ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ হারল ‘এ’ দল
  • নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে হার, সোহানদের ৩ ওভারের দুঃখ
  • যুবলীগ নেতাকে মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ
  • রাঙামাটিতে ভেঙে ফেলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য