‘সংস্কার ছাড়া নির্বাচন নয়, আর বিচার ছাড়া অপরাধীদের অধিকারের স্বীকৃতি দেওয়া উচিত নয়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘‘ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মাটি থেকে বিতারিত হয়েছে এবং সামনের দিনে তাদের ধ্বংস অপেক্ষা করছে। কেউ যদি তওবা করে ভালো মানুষ হয়, হতে পারে; কিন্তু যারা অপরাধ করেছে তাদের অবশ্যই বিচার হতে হবে। বিচার হওয়ার আগে তাদের কোন অধিকার স্বীকার করা উচিত নয়। আর তারা যেসব অন্যায় কাজ করেছে, সেগুলোকে রেখে নির্বাচন করলে এই নির্বাচন সঠিক নির্বাচন হবে না। এজন্য সংস্কার করতে হবে।’’

শনিবার রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে পঞ্চগড় জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড ও ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘‘বিচার যদি বলে নিরপরাধরা সব অধিকারই ফিরে পেতে পারে, কিন্তু যারা অপরাধী তাদের অধিকার স্বীকার করা মানবতাবাদী কথা হতে পারে না। আমরা সেটাই দাবি করছি- নির্বাচনটা সেভাবেই হবে। উপদেষ্টা সরকারকে আমরা বলেছি, আপনারা সংস্কার করেন, এরপর নির্বাচন দেন। আর বিচার করেন, এরপর সিদ্ধান্ত নেন কারা যোগ্য নির্বাচন করার; আর কারা যোগ্যতা হারিয়ে ফেলেছেন।’’

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘‘বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসকে ধ্বংস করা হয়েছে কেয়ারটেকার সরকার নিষিদ্ধের মাধ্যমে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেয়ারটেকার সরকার এনেছে এবং অধ্যাপক গোলাম আজম ছিলেন এই কেয়ারটেকার সরকারের রূপকার। সেসময় কেয়ারটেকার সরকার দিয়েই নির্বাচন করার বিষয়টি সবাই মেনে নেয়; এমনকি ফ্যাসিস্ট সরকারও মেনে নিয়েছিল। মেনে নেয়ার পর আবার নিরপেক্ষ নির্বাচনকে হত্যা করা হলো সংবিধান থেকে কেয়ারটেকার সরকারকে বিদায় করার মাধ্যমে।’’

জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসেনের সঞ্চালনায় এই সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

এ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার রহমান, জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগীয় সভাপতি শাহীদ আল ইসলাম প্রমুখ। 

নাঈম//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র রহম ন ক র কর ইসল ম

এছাড়াও পড়ুন:

সিপিএলের প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারে শুরু অ্যান্টি

দুই মৌসুম পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফিরলেও প্রত্যাশিত সূচনা হলো না সাকিব আল হাসানের। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর ইংল্যান্ডে এক সপ্তাহের প্রস্তুতি নিয়েও তিনি অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে প্রথম ম্যাচে ব্যাট ও বলে ছিলেন নিষ্প্রভ।

ওয়ার্নার পার্কে উদ্বোধনী ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের কাছে ৬ উইকেটে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে অ্যান্টিগা। টস হেরে আগে ব্যাট করে দলটি গুটিয়ে যায় মাত্র ১২১ রানে। যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার কারিমা গোরে একাই করেন দলের অর্ধেকের বেশি রান, ৩৪ বলে ৬১। বাকিদের মধ্যে কেউ ১২ রানের বেশি করতে পারেননি।

ছয়ে নেমে সাকিব খেলেন ১৬ বল, করেন মাত্র ১১ রান, কোনো বাউন্ডারি ছাড়াই। টাইমিংয়ে ভুগে শেষ পর্যন্ত ছক্কার চেষ্টায় ওয়াকার সালামখেইলের হাতে ক্যাচ দেন লং-অফে। বল হাতে পান মাত্র এক ওভার, দেন ৬ রান, পাননি কোনো উইকেট।

আরো পড়ুন:

সাকিব আলো ছড়ালেও হতাশার দিন কাটলো মায়ামি ব্লেজের

সাকিবের দরজা সবসময় খোলা: বিসিবি পরিচালক 

অ্যান্টিগার বিপর্যয়ে শুরুটা হয় নবাগত জুয়েল অ্যান্ড্রুর প্রথম ওভারে উইকেট হারিয়ে। এরপর রাকিম কর্নওয়াল, বেভন জ্যাকবস, ফ্যাবিয়ান অ্যালেন দ্রুত ফেরেন সাজঘরে। অধিনায়ক ইমাদ ওয়াসিম ও ওডিন স্মিথও দলের হাল ধরতে ব্যর্থ হন।

বোলিংয়ে আফগানিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার সালামখেইল ছিলেন অনবদ্য। ৪ উইকেট নেন মাত্র ২২ রানে। ফাজল হক ফারুকি ও নাসিম শাহ নেন ২টি করে উইকেট।

রান তাড়ায় সেন্ট কিটসকে খুব একটা কষ্ট করতে হয়নি। এভিন লুইস ঝড় তোলেন ১৩ বলে ২৫ রান করে। যদিও রাইলি রুশো শূন্য এবং কাইল মেয়ার্স ১৫ রানে ফিরেন। এরপর আলিক আথানেজের অপরাজিত ৩৭ ও জেসন হোল্ডারের ১৮ রানে সহজ জয় নিশ্চিত হয়।

অ্যান্টিগার হয়ে কর্নওয়াল নেন ২ উইকেট। ওবেড ম্যাককয় ও আল্লাহ মোহাম্মদ গজনফার পান একটি করে। ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে এসে সাকিবের প্রভাব ছিল নগণ্য। ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে।

বাংলাদেশ সময় আগামী রোববার ভোর ৫টায় সাকিবদের পরবর্তী ম্যাচ বার্বাডোস রয়্যালসের বিপক্ষে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • ম্যান সিটিতে প্রথম ম্যাচেই আলো ছড়ানো এই দুই তারকাকে কতটা চেনেন
  • বাবর-রিজওয়ানকে বাদ দিয়ে পাকিস্তানের এশিয়া কাপের দল ঘোষণা
  • ৯ জনের মায়োর্কাকে হারিয়েও অসন্তুষ্ট বার্সা কোচ ফ্লিক
  • ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ফেসবুকে, শিক্ষক গ্রেপ্তার
  • সোনাগাজীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, দুই ভাই গ্রেপ্তার
  • অনলাইনে আবেদন করেই পূবালী ব্যাংকের আবাসন ঋণ পাবেন, কী কী লাগবে
  • আলাস্কা শীর্ষ বৈঠক: ট্রাম্পের হার-জিত না হলেও বড় জয় পুতিনের
  • শেষ ৫৩ রানের ৪৮-ই ম্যাক্সওয়েলের, ২ উইকেটের জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার
  • ভিডিওতে দেখা যাচ্ছে খুনিদের, তবু ধরছে না পুলিশ—ক্ষোভ রূপলালের স্ত্রীর
  • সিপিএলের প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারে শুরু অ্যান্টি