বাবা মোহাম্মদ নবীর তারকাখ্যাতি দুনিয়াজুড়ে। স্বীকৃত ক্রিকেটের মঞ্চে পা দেওয়ার আগেই তাই তাঁকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা, তৈরি হয়েছে প্রত্যাশার চাপও। প্রত্যাশা পূরণ করার একটা বার্তা অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেকেই দিলেন নবীর ছেলে হাসান ইসাখিল। অভিষেকে সেঞ্চুরি করেছেন হাসান।

আফগানিস্তানের আহমেদ শাহ আবদালি টুর্নামেন্টে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে হাসানের। মাইওয়ান্দ চ্যাম্পিয়নসের বিপক্ষে হিন্দুকুশ স্ট্রাইকার্সের হয়ে সেঞ্চুরি করেছেন ১৮ বছর বয়সী হাসান।  

ম্যাচের প্রথম ইনিংসে অবশ্য ২৪ রানেই থেমে গিয়েছিলেন হাসান, তাঁর দলও ১৯৭ রানের বেশি করতে পারেনি। প্রথম ইনিংসে ৩০ রানের লিড নিয়েছিল মাইওয়ান্দ। দ্বিতীয় ইনিংসে উসমান নুরীকে নিয়েই উদ্বোধনী জুটিতে ১৬৮ রান যোগ করেন হাসান। ১২৪ বলে তিন অঙ্কের ওই জাদুকরি সংখ্যাটা ছুঁয়ে ফেলেন। শেষ পর্যন্ত ১৩৮ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০৫ রান করে জিয়া উর রেহমানের বলে এলবিডব্লু হন।

দু্ই ছেলের সঙ্গে মোহাম্মদ নবী.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

উপসর্গগুলো আপনিও অবহেলা করেন? এর পেছনে আছে মারাত্মক কোনো রোগের ইঙ্গিত

হঠাৎ ওজন কমে যাওয়া

ডায়েট না করে বা শরীরচর্চা না করেও যদি অল্প সময়ের মধ্যে ওজন অনেক কমে যায়, তাহলে সেটা হতে পারে ক্যানসার, থাইরয়েডের সমস্যা বা ডায়াবেটিসের লক্ষণ।

দীর্ঘদিনের কাশি

তিন সপ্তাহের বেশি সময় চলা কাশি, বিশেষ করে যদি সঙ্গে রক্ত আসে, তাহলে এটি যক্ষ্মা বা ফুসফুসের ক্যানসারের ইঙ্গিত হতে পারে।

বুকে ব্যথা

হালকা ব্যথা বা ভারী চাপের মতো, যেমনই হোক, বুকের যেকোনো অস্বাভাবিক অনুভূতি হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হতে পারে। তাই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

মাথা ঘোরা

হঠাৎ করে মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া বা অচেতন হয়ে পড়া হতে পারে মস্তিষ্কে রক্ত চলাচলের সমস্যা বা স্ট্রোকের লক্ষণ।

একটানা সাত দিন বা তার বেশি সময় জ্বর চলতে থাকলে তা কোনো সংক্রামক রোগ বা বড় ধরনের সংক্রমণের লক্ষণ হতে পারে

সম্পর্কিত নিবন্ধ