বাবা মোহাম্মদ নবীর তারকাখ্যাতি দুনিয়াজুড়ে। স্বীকৃত ক্রিকেটের মঞ্চে পা দেওয়ার আগেই তাই তাঁকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা, তৈরি হয়েছে প্রত্যাশার চাপও। প্রত্যাশা পূরণ করার একটা বার্তা অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেকেই দিলেন নবীর ছেলে হাসান ইসাখিল। অভিষেকে সেঞ্চুরি করেছেন হাসান।

আফগানিস্তানের আহমেদ শাহ আবদালি টুর্নামেন্টে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে হাসানের। মাইওয়ান্দ চ্যাম্পিয়নসের বিপক্ষে হিন্দুকুশ স্ট্রাইকার্সের হয়ে সেঞ্চুরি করেছেন ১৮ বছর বয়সী হাসান।  

ম্যাচের প্রথম ইনিংসে অবশ্য ২৪ রানেই থেমে গিয়েছিলেন হাসান, তাঁর দলও ১৯৭ রানের বেশি করতে পারেনি। প্রথম ইনিংসে ৩০ রানের লিড নিয়েছিল মাইওয়ান্দ। দ্বিতীয় ইনিংসে উসমান নুরীকে নিয়েই উদ্বোধনী জুটিতে ১৬৮ রান যোগ করেন হাসান। ১২৪ বলে তিন অঙ্কের ওই জাদুকরি সংখ্যাটা ছুঁয়ে ফেলেন। শেষ পর্যন্ত ১৩৮ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০৫ রান করে জিয়া উর রেহমানের বলে এলবিডব্লু হন।

দু্ই ছেলের সঙ্গে মোহাম্মদ নবী.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।

কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ