গাজীপুরের পাঁচটি উপজেলা ও ৩টি পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেলা বিএনপি।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী চিঠিতে স্বাক্ষর করেন।
চিঠিতে বলা হয়, ‘গাজীপুর জেলা বিএনপির অধীন সব ইউনিট কমিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হলো।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গাজীপুরের পাঁচটি উপজেলা ও তিনটি পৌর বিএনপির কমিটি মেয়াদোত্তীর্ণ। যে কারণে সবগুলোতে আহ্বায়ক কমিটি করা হবে। আহ্বায়ক কমিটি করার আগে কমিটি বিলুপ্ত করার নিয়ম রয়েছে।’ তিনি আরও বলেন, এখন সবার সঙ্গে আলোচনা করে নতুন আহ্বায়ক কমিটি করা হবে।
গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, আহ্বায়ক কমিটি গঠনের পর সম্মেলনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি করা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।
কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এনটি/ইভা