সামাজিক সব ধরনের যোগাযোগমাধ্যমে প্রবেশে ও নিবন্ধনে জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হয়।
বিশেষ করে ফেসবুক অ্যাকাউন্টে জিমেইল দিয়েই বেশির ভাগ গ্রাহক নিবন্ধন করেন। এবার জিমেইলকে লক্ষ্য করে প্রতারণার ছক বুনেছে বিশেষ চক্র। এ কারণে শঙ্কা ছড়িয়েছে জিমেইলে। তৈরি ফাঁদে পা দিলেই ঘটবে বিপত্তি। মুহূর্তেই ব্যক্তিতথ্য হাতিয়ে গ্রাহককে আর্থিক বা সামাজিক ক্ষতির মুখোমুখি করবে অপরাধী চক্র।
তাই আগাম সতর্কতা জারি করেছে জিমেইল কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি সংস্থার অন্যতম পরিষেবা হলো জিমেইল। প্রধানত ই-মেইলের দুনিয়ায় জিমেইল অপ্রতিরোধ্য পরিষেবার নামান্তর। সারাবিশ্বে তিনশ কোটি জিমেইল অ্যাকাউন্ট এখন ফিশিং স্ক্যামের বড় ঝুঁকির মধ্যে রয়েছে। চলছে দফায় দফায় কৌশলগত ধরাশায়ী করার পরিকল্পনা। ইতোমধ্যে গুগল এমন হামলার কথা ইঙ্গিত করেছে। খবরে প্রকাশ, একেবারে নতুন কায়দায় হ্যাকিং বিষয়ে সামনে আনেন কয়েকজন প্রযুক্তিবিদ। যার মধ্যে নিক জনসন অন্যতম। জানানো হয়, গুগলের নিজস্ব দাপ্তরিক ই-মেইল ক্লোনের পর সেখান থেকে টার্গেট করে গ্রাহকের কাছে কৌশলী বার্তা প্রেরণ করছে সাইবার চক্র; পাঠানো হচ্ছে বিশেষ লিঙ্ক। প্রথমেই সন্দেহ না করে অধিকাংশ ক্ষেত্রে লিঙ্কে ক্লিক করে বসছেন আগ্রহীরা। ঠিক এভাবেই পাতানো ফাঁদে পড়ছেন গ্রাহক।
প্রসঙ্গত, প্রেরিত লিঙ্কে ক্লিক করতেই মুহূর্তে ক্লোন করা ওয়েব পেজে টার্গেটকে নিয়ে যাচ্ছে সাইবার চক্র। হুট করে বেহাত হয়ে পড়ছে টার্গেটের সব ধরনের তথ্য, যা নিয়ে ইতোমধ্যে কথা বলেছে জিমেইল নির্মাতা গুগল। জানা গেছে, দ্রুত এমন বিপদ এড়িয়ে আরও কঠিন সুরক্ষা ব্যবস্থা তৈরি নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে পিসি থেকে জিমেইলে প্রবেশে স্মার্টফোনে টু-ফ্যাক্টর নিরাপত্তা সক্রিয় রয়েছে। জিমেইল গ্রাহককেও বাড়তি সতর্কের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে গ্রাহককে বেশ কয়েকটি বিষয়ে বিশেষ সজাগ থাকতে বলা হয়েছে। প্রথমত, সংস্থার নামে আসা সব ধরনের ই-মেইল যাচাই এবং তা থেকে আসা লিঙ্কে না বুঝে ক্লিক করতে পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে সব গ্রাহককে দ্বিস্তরের সুরক্ষাবিধি ঠিকঠাক মেনে চলতে বলা হয়েছে। প্রয়োজনে বারবার পাসওয়ার্ড বদল ও জটিল পাসওয়ার্ড তৈরিতে গ্রাহককে নতুন করে উৎসাহিত করতে কাজ করছে জিমেইল ডেভেলপ কর্তৃপক্ষ।
উৎস: Samakal
কীওয়ার্ড: গ র হকক
এছাড়াও পড়ুন:
‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা আরিফা পারভীন মৌসুমী। সোমবার (৩ নভেম্বর) ৫২ বছর বয়স পূর্ণ করলেন এই অভিনেত্রী। বিশেষ এই দিনে দেশে নেই, সন্তানদের সঙ্গে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী।
মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও বাংলাদেশে অবস্থান করছেন তার স্বামী ওমর সানী। সোমবার (৩ নভেম্বর) সকালে চিত্রনায়ক ওমর সানী কয়েকটি ছবি তার ফেসবুকে পোস্ট করে স্ত্রীকে ভালোবাসার বার্তা দিয়েছেন।
আরো পড়ুন:
মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর
তারকাদের ব্যাংক হিসাব জব্দ
এসব ছবির ক্যাপশনে ওমর সানী লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব, আর যারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা নিউজ করে ওরা হচ্ছে…। শুভ জন্মদিন।”
জন্মদিনের প্রথম প্রহর থেকে ভক্ত-অনুরাগীরা প্রিয় অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন। ওমর সানীর এই পোস্টে নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমীকে।
চিত্রনায়িকা মুনমুন লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, প্রিয় অভিনেত্রী মৌসুমী আপা।” শাহনূর লেখেন, “শুভ জন্মদিন আপু।” আইরিন সুলতানা লেখেন, “শুভ জন্মদিন।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।
১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে কাজের সুযোগ পান।
চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটিবদ্ধ হন এ অভিনেত্রী। প্রথম সিনেমাতে নিজেদের মেধার জানান দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করে নেন। তারপর তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী।
নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই অভিনেত্রী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ঢাকা/শান্ত