ডিউটি শেষে ফেরার পথে পোশাককর্মীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
Published: 23rd, May 2025 GMT
গাজীপুর মহানগরের সালনা এলাকায় কারখানায় ডিউটি শেষে রাতে বাসায় ফেরার পথে শারমিন আক্তার (২৮) নামে একজন পোশাককর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত শারমিন আক্তার মোজাম্মেল হকের দ্বিতীয় স্ত্রী ছিলেন, তিনি স্থানীয় প্রীতি গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহের ফুলপুর থানার পাহাড়ছড়ি গ্রামের শারমিন আক্তার এর সঙ্গে একই থানার তিতপুর গ্রামের মোজাম্মেল হকের কিছুদিন আগে বিয়ে হয়। তারা গাজীপুর মহানগরের সালনা এলাকায় বসবাস করতেন৷কিছুদিন ধরে স্ত্রী পরকীয়া করছেন-এমন অভিযোগে তাদের ঝগড়া চলছিল। গত রাত সাড়ে ১১ টার দিকে শারমিন ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে হত্যার শিকার হন।
গাজীপুর সদর থানার উপপরিদর্শক এসআই কায়সার হাসান ফারুক বলেন, ‘‘পরকীয়ার জের ধরে এক নারীকে তার বর্তমান স্বামী ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘হত্যার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে স্বামী মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’
ঢাকা/রেজাউল/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা আরিফা পারভীন মৌসুমী। সোমবার (৩ নভেম্বর) ৫২ বছর বয়স পূর্ণ করলেন এই অভিনেত্রী। বিশেষ এই দিনে দেশে নেই, সন্তানদের সঙ্গে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী।
মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও বাংলাদেশে অবস্থান করছেন তার স্বামী ওমর সানী। সোমবার (৩ নভেম্বর) সকালে চিত্রনায়ক ওমর সানী কয়েকটি ছবি তার ফেসবুকে পোস্ট করে স্ত্রীকে ভালোবাসার বার্তা দিয়েছেন।
আরো পড়ুন:
মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর
তারকাদের ব্যাংক হিসাব জব্দ
এসব ছবির ক্যাপশনে ওমর সানী লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব, আর যারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা নিউজ করে ওরা হচ্ছে…। শুভ জন্মদিন।”
জন্মদিনের প্রথম প্রহর থেকে ভক্ত-অনুরাগীরা প্রিয় অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন। ওমর সানীর এই পোস্টে নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমীকে।
চিত্রনায়িকা মুনমুন লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, প্রিয় অভিনেত্রী মৌসুমী আপা।” শাহনূর লেখেন, “শুভ জন্মদিন আপু।” আইরিন সুলতানা লেখেন, “শুভ জন্মদিন।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।
১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে কাজের সুযোগ পান।
চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটিবদ্ধ হন এ অভিনেত্রী। প্রথম সিনেমাতে নিজেদের মেধার জানান দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করে নেন। তারপর তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী।
নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই অভিনেত্রী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ঢাকা/শান্ত