গাজীপুর মহানগরের সালনা এলাকায় কারখানায় ডিউটি শেষে রাতে বাসায় ফেরার পথে শারমিন আক্তার (২৮) নামে একজন পোশাককর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত শারমিন আক্তার মোজাম্মেল হকের দ্বিতীয় স্ত্রী ছিলেন, তিনি স্থানীয় প্রীতি গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহের ফুলপুর থানার পাহাড়ছড়ি গ্রামের শারমিন আক্তার এর সঙ্গে একই থানার তিতপুর গ্রামের মোজাম্মেল হকের কিছুদিন আগে বিয়ে হয়। তারা গাজীপুর মহানগরের সালনা এলাকায় বসবাস করতেন৷কিছুদিন ধরে স্ত্রী পরকীয়া করছেন-এমন অভিযোগে তাদের ঝগড়া চলছিল। গত রাত সাড়ে ১১ টার দিকে শারমিন ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে হত্যার শিকার হন। 

গাজীপুর সদর থানার উপপরিদর্শক এসআই কায়সার হাসান ফারুক বলেন, ‘‘পরকীয়ার জের ধরে এক নারীকে তার বর্তমান স্বামী ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’  

তিনি আরও বলেন, ‘‘হত্যার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে স্বামী মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’ 

ঢাকা/রেজাউল/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সিডনিতে তিন তারকার হলো দেখা

দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।

বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।

তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।

সিডনিতে গাইছেন তাহসান

সম্পর্কিত নিবন্ধ