খুলনায় স্ত্রীর পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা, অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
Published: 23rd, May 2025 GMT
খুলনার রূপসায় স্ত্রীর পরকীয়া প্রেমিক আব্দার শেখকে কুপিয়ে হত্যা করেছে স্বামী মনি শেখ। অন্যদিকে নগরীর শিপইয়ার্ড এলাকা থেকে হাত-পা বাধা ও মুখে পলিথিন পেঁচানো অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, রূপসা উপজেলার ভবানিপুর গ্রামের মনি শেখের স্ত্রী তানজিলা বেগমের সঙ্গে প্রতিবেশী আব্দার শেখের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাত ১১টার দিকে মনি শেখ বাড়ি ফিরে ঘরে স্ত্রীর সঙ্গে আব্দার শেখকে দেখতে পায়। এরপর মনি শেখ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আব্দার শেখকে হত্যা করে।
এছাড়া স্ত্রী তানজিলাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। আহত তানজিলাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য আব্দার শেখের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।
এদিকে আজ শুক্রবার ভোরে নগরীর লবণচরা থানার শিপইয়ার্ড এলাকা থেকে হাত-পা বাঁধ এবং মুখে পলিথিন পেঁচানো অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য সিআইডি এবং পিবিআইর দুটি টিম কাজ করছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: মরদ হ
এছাড়াও পড়ুন:
সাকিবের ডাক, কোয়ালিফায়ারে বড় পুঁজি লাহোরের
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও সাকিব-রিশাদ-মিরাজদের দল লাহোর কালান্দার্স। আগে ব্যাট করতে নেমে ব্যাটারদের দাপটে বড় সংগ্রহ পেয়েছে লাহোর। গাদ্দাফি স্টেডিয়ামে তারা ২০ ওভারে তুলেছে ২০২ রান, ৮ উইকেট হারিয়ে।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। দ্বিতীয় ওভারেই ফখর জামান ফিরে গেলে চাপ তৈরি হয়। তবে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মোহাম্মদ নাঈম। ২৫ বলে ৭ চার ও ২ ছক্কায় তুলে নেন ঝড়ো অর্ধশতক। তার সঙ্গী আব্দুল্লাহ শফিক করেন ২৪ বলে ২৫ রান। দ্রুত রান তোলেন ভানুকা রাজাপক্ষে (১৩ বলে ২২) ও কুশল পেরেরা।
পেরেরা ছিলেন ইনিংসের মূল স্তম্ভ। ৩৫ বলে ৬১ রানের টর্নেডো ইনিংস খেলে ইনিংসের শেষ ওভারে আউট হন এই লঙ্কান ব্যাটার। তবে ব্যাট হাতে হতাশ করেছেন সাকিব আল হাসান। শেষ ওভারে ব্যাটিংয়ে নেমে মাত্র দুই বল খেলেই শূন্য রানে ফিরেন। টাইমাল মিলসকে উড়িয়ে মারতে চাইলেও বল ছিল মাঠের মধ্যে, ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। শেষ দিকে রিশাদ হোসেন প্রথম বলে চার হাঁকালেও ইনিংসের শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে হন রানআউট। ২ বলে করেন ৫ রান।