জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুহৃদের নবযাত্রা
Published: 26th, May 2025 GMT
সমকাল সুহৃদ সমাবেশের কার্যক্রমকে আরও বেগবান করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আব্দুর রাকিব সভাপতি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাফা খাতুন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন– আব্দুর রাকিব, আশরাফুল ইসলাম, মেজবা উদ্দীন, সাব্বির হোসেন, সোবহান সৌরভ, স্বর্গ, দোলা, তানভীর হাসান, তৌফিক হোসেন, আল-শাহরিয়ার, জান্নাতুন নাইম, মৌমিতা পাল, প্রত্যাশা মণ্ডল, উম্মে হাবিবা, রেজওয়ান ইসলাম, নিলয় তালুকদার,
ফারজানা খাতুন, রাবেয়া বসরী মম, তরিকুল ইসলাম, সঞ্জয় হরিজন, আইজান রাকিব, সোহানুর রহমান, রাতুল হাসান, মুরশিদা রহমান, রজব আল ফাহিম, সাদিয়া সুলতানা, শাহরিয়াজ আহম্মদ, শোয়াইব বিন আকবার, লাবিব বসুনিয়া, তাহমিদ রাদ, মোসাব্বির, নাদিরা হক, ইসরাইল হোসেন, মিনহাজ ইসলাম, নিরব মহন্ত, সিদ্ধার্থ কুমার, কাজী আহাদ, হাসিব, আসিকুর রহমান, মালিহা আক্তার, মাহমুদুল হাসান, আফিয়া ফারহানা, মাহিদ হাসান, শাহরিয়াজ আহমেদ, ফরহাদ হোসেন, তানভীর, ফাহিম মুন্তাসির, সাফা আক্তার, মাইনুল ইসলাম, আমির হোসেন, জুবায়ের রিয়াদ, নুসরাত জাহান,
জাকির হোসেন, তাসমিয়া সরকার, সামিয়া জামান, তাসনিয়া কাব্য, ফাহিম হাসনাত,
সোহান, সঞ্জয় হরিজন প্রমুখ।
২১ মে সুহৃদ সমাবেশের বার্ষিক সাধারণ সভায় সমকালের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হুসাইন নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। নতুন কমিটি গঠনের লক্ষ্যে পুরোনো ও নতুন সুহৃদ সদস্যরা একত্র হন এবং সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের বিষয়ে একমত পোষণ করেন।
নবনির্বাচিত সভাপতি রাকিব বলেন, সুহৃদরা সাহিত্য, সাংস্কৃতিক ও জ্ঞানচর্চার মৌলিকত্বকে ধরে রাখতে চান। জবি সুহৃদরা নিয়মিত ভালো কাজ করে যাবে এটাই আমাদের প্রত্যয়।’ v
সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
উৎস: Samakal
কীওয়ার্ড: স হ দ সম ব শ ইসল ম
এছাড়াও পড়ুন:
পশুর হাটে চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও বৈষম্যবিরোধীর দুই নেতা গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে কুড়িগ্রামের যাত্রাপুর পশুর হাটের ‘বৈধ’ ইজারাদার মাহাবুব রহমান ও তাঁর সহযোগী মো. আলমগীর গ্রেপ্তার হয়েছেন। গত মঙ্গলবার রসিদ ছাড়া চাঁদা তোলার সময় যৌথ বাহিনীর হাতে তারা আটক হন। গতকাল বুধবার সকালে তাদের বিরুদ্ধে মামলা হলে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। সেখানে বৈধতার কাগজপত্র দেখালে শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।
গ্রেপ্তার মাহাবুব রহমান কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেলগাছা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান। মো. আলমগীর কুড়িগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক। গত মঙ্গলবার তাদের বিরুদ্ধে যাত্রাপুর গরুর হাটে রসিদ ছাড়া চাঁদা তোলার অভিযোগ ওঠে। পরে ফেনী জেলার মহিষ ব্যবসায়ী আনোয়ার হোসেন আজাদ হাটে টহলরত যৌথ বাহিনীর কাছে অভিযোগ করলে তাদের আটক করা হয়। আলমগীর পুরো ঘটনাকে ‘ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন।
এজাহারে বলা হয়, ফেনীর ছাগলনাইয়ার মহিষ ব্যবসায়ী আনোয়ার মঙ্গলবার যাত্রাপুর হাট থেকে ১৭টি মহিষ কেনেন। পরে অভিযুক্তরা তাঁকে (আনোয়ার) গরু-মহিষ বিক্রির রসিদ শেডঘরে নিয়ে যান এবং প্রত্যেক মহিষের জন্য ৫০০ টাকা করে ৮ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করেন। এ সময় আনোয়ার তাদের কাছে রসিদ চাইলে তারা তা দেখাতে পারেননি। আনোয়ার বিষয়টি যৌথ বাহিনীকে জানালে এ দু’জনকে আটক করা হয়।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ বলেন, ‘মাহাবুব রহমান ওই হাটের ইজারাদার। তিনি চাঁদাবাজ নন। আমার সঙ্গে মাহাবুব রহমানের কথা হয়েছে। তারা কাগজ প্রদর্শনের সময় পাননি। তাৎক্ষণিকভাবে তাদের আটক করে যৌথ বাহিনী। সকালে কাগজপত্র দেখালে তাদের জামিন হয়।’
কুড়িগ্রাম সদর থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান, মাহাবুব রহমান যাত্রাপুর হাটের বৈধ ইজারা মালিক। তবে ওই সময়ে তাঁর কাছে কাগজপত্র না থাকায় চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়। সকালে থানায় চাঁদাবাজির মামলা করেন ব্যবসায়ী আনোয়ার হোসেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযুক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. আলমগীর বলেন, দুপুরে যথাযথ কাগজ আদালতে দাখিল করে জামিনে মুক্ত হয়েছি। এটি সম্পূর্ণ ষড়যন্ত্র ছিল।