ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ গ্রহণ আপাতত স্থগিত রাখা হয়েছে। বিষয়টি এখন দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন থাকায়, আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত কোনো ধরনের শপথ অনুষ্ঠান আয়োজন করবে না স্থানীয় সরকার বিভাগ।

সোমবার (২৬ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আইন অধিশাখা এক বিবৃতিতে জানায়, ২২ মে হাইকোর্টে দায়ের করা একটি রিট আবেদন খারিজ হওয়ার পর ইশরাক হোসেনের শপথের প্রস্তুতি চলছিল। কিন্তু ২৫ মে ইশরাক হোসেন নিজেই হাইকোর্টে নতুন আরেকটি রিট পিটিশন দাখিল করেন-যার মাধ্যমে তিনি শপথ গ্রহণের নির্দেশনা চেয়েছেন।

এর পরদিন, ২৬ মে একজন নাগরিকের পক্ষে আগের রিট খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ‘লিভ টু আপিল’ (আপিলের অনুমতির আবেদন) করা হয়। ফলে বিষয়টি বর্তমানে বিচারাধীন পর্যায়ে রয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, বিচারাধীন অবস্থায় কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত না নিয়ে আদালতের চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় রয়েছে স্থানীয় সরকার বিভাগ। সে অনুযায়ী, মেয়র পদে শপথ অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো.

সালাউদ্দিন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগ সবসময় আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন শেষে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় বিএনপি-সমর্থিত প্রার্থী ইশরাক হোসেনকে। তবে ফলাফল প্রকাশের পর থেকেই বিভিন্ন আইনি জটিলতায় তার শপথ অনুষ্ঠান আটকে রয়েছে।

ঢাকা/এএএম/টিপু

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স থ ন য় সরক র ব ভ গ ইশর ক হ স ন র শপথ

এছাড়াও পড়ুন:

বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।

কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ