খুলনার মহিলা লীগ নেত্রী তন্দ্রা ঢাকায় গ্রেপ্তার
Published: 27th, May 2025 GMT
খুলনা মহিলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) আলোচিত-সমালোচিত নেত্রী নাসরিন ইসলাম তন্দ্রা ওরফে নাসরিন পারভেজ তন্দ্রাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) তথ্যের ভিত্তিতে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। নাসরিন ইসলাম তন্দ্রাকে খুলনায় নেওয়া হচ্ছে।
কেএমপির গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, তন্দ্রা মালায়েশিয়া থেকে বিমানে করে ঢাকায় এসেছিলেন। আগামী ২৮ মে চট্টগ্রাম থেকে ইতালির ভিসা সংগ্রহ করার কথা ছিল তন্দ্রার। গোপন সংবাদ পেয়ে তা ঢাকা বিমানবন্দর থানাকে জানায় কেএমপির গোয়েন্দা শাখা। পরে তাকে গ্রেপ্তার করে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ।
খুলনার আলোচিত শেখ বাড়িতে নাসরিন ইসলাম তন্দ্রার নিয়মিত যাতায়াত ছিল বলে সূত্র জানিয়েছে।
কেএমপির গোয়েন্দা শাখার ইন্সপেক্টর তৈমুর ইসলাম জানিয়েছেন, খুলনা থানায় নাসরিন ইসলাম তন্দ্রার বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের মামলা আছে। মামলার তদন্ত কর্মকর্তা তাকে খুলনায় আনার জন্য ইতোমধ্যে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
ঢাকা/নূরুজ্জামান/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।
কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এনটি/ইভা